প্রকাশিত : শনিবার ০৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ০১ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শনিবার ০৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ০১ রবিউস সানি ১৪৪৬ হিজরি। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
আলোচিত ঘটনাসমূহ
১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা।
১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৯০৮ – অস্ট্রিয়া মুসলিম অধ্যুষিত এলাকা বসনিয়া হারজেগোভনা দখল করে নেয়।
১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
১৯২১ – লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ – কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
১৯৭০ – পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – স্টেডিয়ামে কলকাতার ইস্টবেঙ্গল ও ঢাকা একাদশের প্রদর্শনী ফুটবল।
১৯৭২ – চোরাচালানরোধে সীমান্তে নৌ ও সেনাবাহিনী প্রেরণে বঙ্গবন্ধুর নির্দেশ।
১৯৭৩ – বাংলাদেশ-কানাডা ৩৫ লক্ষ ডলার ঋণচুক্তি।
১৯৭৪ – অবিভক্ত বাংলার প্রভিনশিয়াল মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিমের ইন্তেকাল।
১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৫ – এক অর্ডিন্যান্সবলে রক্ষীবাহিনী বাংলাদেশ আর্মিতে একীভূত।
১৯৭৬ – মাওলানা আতাহার আলী (৮৩)-র ইন্তেকাল।
১৯৭৭ – রংপুর ও দিনাজপুরে ঘূর্ণিঝড়, ২১ জন নিহত, পাঁচ শতাধিক আহত।
১৯৭৮ – ১৭টি বিদেশি দলসহ ঢাকায় ২০তম এশীয় যুব ফুটবল খেলা শুরু।
১৯৭৮ – মিসরীয় স্বাস্থ্য প্রতিনিধিদলের আগমন।
১৯৮১ – চিনা সামরিক প্রতিনিধিদলের ঢাকা আগমন।
১৯৮২ – ঢাকার ইংরেজি বানান উধপপধ থেকে উযধশধ পরিবর্তন।
১৯৮৪ – প্রবীণ সাংবাদিক মুজিবর রহমান খাঁ (৭৪)-এর ইন্তেকাল।
১৯৮৫ – সাবেক প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তারের ইন্তেকাল।
১৯৮৯ – ইডেন কলেজ টয়লেটে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার।
১৯৮৯ – কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।
১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
১৯৯১ – প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি পদপ্রার্থী বদরুল হায়দার চৌধুরীর বৈঠক।
১৯৯১ – পাঁচদল নেতারা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
১৯৯৩ – যশোর বোর্ডের এইচএসসির ফল প্রকাশ। পাশের হার ৪৩.৩১।
১৯৯৪ – সংলাপে মধ্যস্থতার জন্য কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি হিসেবে সাবেক অস্ট্রেলীয় গভর্নর স্যার নিনিয়ান স্টিফেনকে মনোনয়ন।
১৯৯৪ – ঝালকাঠিতে প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।
১৯৯৪ – বিভাগ ঘোষণার দাবিতে বগুড়ায় হরতাল।
১৯৯৮ – দুদিনে পাঁচারের হাত থেকে ৪৬ নারী ও শিশুকে উদ্ধার।
১৯৯৮ – বাংলাদেশ ৬টি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চুক্তি; নির্যাতন বিরোধী কনভেনশন; মহিলাদের রাজনৈতিক অধিকার সংক্রান্ত কনভেনশন; বিবাহের সম্মতি নূন্যতম বয়স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কনভেনশন।
১৯৯৯ – ওয়েস্ট ইন্ডিজকে ২৪১ রানে বাংলাদেশ থামিয়ে দিয়েছে।
১৯৯৯ – খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর কাছে হস্তান্তর।
১৯৯৯ – খুলনায় শ্রমিক-পুলিশ-বিডআর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
১৯৯৯ – সাংবাদিক সাঈদ হাসান (৬০)-এর মৃত্যু।
২০০০ – নাইরোবিতে অনুষ্ঠানরত আইসিসি নকআউট ক্রিকেটে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ আট উইকেটে পরাজিত।
২০০০ – বন্যা-উপদ্রুত সাতক্ষীরার কলারোয়ায় যেতে খালেদা জিয়াকে পুলিশ বিডিআরের বাধা প্রদান।
২০০০ – চট্টগ্রামের ভাটিয়ারি বাজারে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত।
২০০১ – ১৯৯৬ সালের তুলনায় ভোট বেড়েছে আ. লীগেরই। অন্য কোনো দলের নয়।-আ. লীগ ৩৯.৯৪%, চারদল ৪৬.৪৭%, জাপা (এরশাদ) ৭.২১% অন্যান্যরা ৫.৫৯% ভোট পেয়েছে।
২০০১ – নর্বাচনের ফল মেনে সংসদে যাওয়ার অনুরোধ করলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতগণ।
২০০১ – প্রতিশ্রুতি রক্ষা করুন, সংসদ বর্জন করবেন না।-শেখ হাসিনাকে কার্টার।
২০০১ – লালমনিরহাট ও নীলফামারীতে টর্নেডোতে নিহত ১৮।
২০০১ – শরীয়তপুরে আ. লীগ নেতাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী খুন।
২০০১ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট ৬৯ দিন পর প্রত্যাহার করল ছাত্রদল।
২০০২ – ভোলায় বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদের গাড়িতে গুলি ও হামলায় নির্ধারিত স্থানে সভা পণ্ড।
২০০২ – ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০২ – নতুন বাণিজ্যচুক্তি আলোচনা সাপেক্ষে ভারতের সঙ্গে পুরাতন চুক্তি বাংলাদেশ ৪ মাসের জন্য বাড়াতে রাজি।
২০০২ – পঞ্চগড়ের সুকানীতে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি রফিকুল ইসলাম (২৪) নিহত।
২০০২ – বর্তমানে দেশে সাক্ষতার হার ৬৫.৫। ২.৬ মিলিয়ন লোক সাক্ষর। হয়েছে গত এক বছরে।
২০০২ – ভারতে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশী বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
২০০২ – গত বছরে দেশের বাইরে বাংলাদেশী ১৮০,০০০ জন কাজ করে, সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে এবং তার মধ্যে সউদি আরবে শীর্ষে।
২০০২ – চট্টগ্রামে দূষণের জন্য নয়টি জাহাজ ও একটি সি অ্যান্ড এফ সংস্থাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০০২ – চট্টগ্রামে মৃদু ভূমিকম্প। এই বছরে এটি ৩১তম ভূমিকম্প।
২০০২ – দিনেদুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই।
২০০২ – বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩৫। চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কর্মী মোমরাজ মিঞা (৪২) খুন। খুলনায় এক ব্যবসায়ী খুন।
২০০২ – ঢাকার সেগুনবাগিচায় সন্ত্রাসীদের হাতে দুজন খুন।
২০০৫ – সাতক্ষীরার তেতুলিয়ার বাজারে বোমা হামলায় গ্রামপুলিশসহ আহত ৩।
২০০৫ – বিএনপির মেয়াদে উপজেলা নির্বাচন হবে না।
২০০৫ – বিসিএস মৎস্য ক্যাডারে ১৯৮১-এ নিয়োগবিধি বহাল রাখার দাবিতে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন, ট্রেন অবরোধ। এবং রেল লাইনে অগ্নিসংযোগ।
২০০৬ – দেশে একটি নির্বাচিত সরকার ও স্বাধীন বিচার ব্যবস্থা বিদ্যমান ছিল, তবে কেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছে আমার বিরুদ্ধে। ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সেদিন তার দেশপ্রেম কোথায় ছিল? প্রধানমন্ত্রীকে জয়নাল হাজারীর প্রশ্ন।
২০০৬ – প্রধানমন্ত্রী, তারেক রহমান ও অন্যান্যের প্রতীকী বিচার শুরু চট্টগ্রামে জনতার আদালতে।
২০০৬ – বাংলাদেশ থেকে শ্রমিক আমদানিতে আবারো নিষেধ মালয়েশিয়ার।
২০০৬ – সংস্কার-সংলাপ শুরু। মান্নান ভূঁইয়াকে জলিলের ২১ দফা হস্তান্তর। সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়।
২০০৬ – গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরি ১৬৬২ টাকা ৪০ পয়সা নির্ধারণ।
২০০৬ – চায়ের নিমন্ত্রণ নিয়ে সরকারের ভূমিকায় যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট?
২০০৭ – বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা পাঁচার। শনাক্ত বারো জনের। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
২০০৭ – চট্টগ্রাম বন্দরের উন্নতি। অবস্থানের সময় কমায় বন্দর ব্যবহারকারীদের সাশ্রয় মাসে ৩০ কোটি টাকা। কনটেইনার ভাড়া ৩৫০-৪০০ ডলার থেকে নেমে ২০০-২৫০ ডলার। কনটেইনার ধারণক্ষমতা ২২ হাজার ৬৫১ টিইউএসে এসে উন্নীত হয়েছে। ডিসেম্বরের মধ্যে তা ৩০ হাজার ছড়িয়ে যাবে।
২০০৮ – নাইকো-বার্জ মাউন্টেড মামলায় জামিন হয়নি শেখ হাসিনার। ২০ অক্টোবর পর্যন্ত হয়রানি করা যাবে না।
২০০৮ – বড় পুকুরিয়ার খনি মামলায় খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশীট।
২০০৮ – সকল দেশিয় আইসক্রিমে চীনের বিষাক্ত দুধে তৈরি বলে আশঙ্কা।
২০০৯ – সংসদীয় কমিটির সভাপতির পদ থেকে আবদুল জলিলকে বাদ।
২০১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় কমিটিতে প্রধানমন্ত্রী বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং শান্তিনিকেতনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ভবন প্রতিষ্ঠারও চিন্তাভাবনা করা হচ্ছে।
২০১১ – বাংলাদেশিদের পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা।
২০১১ – “নির্বাচন কমিশন নিয়ে সূক্ষ্ম কারচুপির নির্বাচন ঠেকানো যেতে পারে, তবে মূল কারচুপি রোধ করতে হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে। এই ব্যবস্থা কোনো আইনি বিষয় নয়। এটি সামরিক চুক্তি। এই চুক্তিকে এক পক্ষের নৎসাৎ করার উপায় নেই। আইনের দোহাই দিয়ে তা ভাঙা উচিত হবে না। আদালত আরো দুটো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বলেছে, কিন্তু তার আগেই কেন এটা তুলে দেয়া হচ্ছে। . . . রাজনীতিকরা আমলাদের এমন রাজনীতিকরণ করেছে যে এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।”-ড. আকবর আলী খান ‘সুজন’ আয়োজিত গোল টেবিল বৈঠকে।
২০১১ – চার হাজার কর্মকর্তা-কর্মচারী অবৈধ। সরকারি নিয়োগ বিধিমালা অনুসরণ করা হয়নি। পদসৃষ্টির আয়োগ। বকেয়া বেতনের নামে গচ্ছা। ১৬৮ কোটি।-কালের কণ্ঠ-এর বিশেষ প্রতিবেদন।
২০১১ – জগন্নাথ, কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয় চলবে সরকারি অর্থে।-প্রধানমন্ত্রীর আইন সংশোধনের ঘোষণা।
২০১২ – সবই মিডিয়ার কারবার। আজম এতদিন খালেদা জিয়ার বাসায় ছিল-সুরঞ্জিত
২০১২ – সাবেক এপিএস ফারুকের ড্রাইভার আজমের দাবি। টাকা যাচ্ছিল সুরঞ্জিতের বাড়ি। সেদিন দেয়া হচ্ছিল ৭৪ লাখ টাকা। এর আগেও তার বাড়িতে ঘুষের টাকা নেয়া হয়েছে।-টেলিভিশন আরটিভিকে দেয়া সাক্ষাৎকার।
২০১২ – বিমানবন্দরে ওঠানামার জন্য কোনো এয়ারফানেল নির্দিষ্ট নেই। নগরীতে পাঁচ বছরে কোনো বহুতল ভবনের অনুমতি দেয়া না হলেও বহুতল ভবন নির্মিত হচ্ছে।
২০১৩ – রেলের টিকিট ঘরে ইসরাফিল হোসেন (৬০) নামের এক কর্মী খুন। ১৭ লাখ টাকা লুট, ৬ আরএনবি ও ৪ পুলিশ বরখাস্ত।
২০১৩ – নূন্যতম জমা ১০ লাখ টাকা না হলে বাংলাদেশে রিটেইল গ্রাহক হিসাব। বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এইচএসবিসি।
২০১৩ – প্রয়োজনে গণঅবস্থান কর্মসূচি। তেল-গ্যাস রক্ষা কমিটি
২০১৩ – উদ্বোধনেই শেষ হয়ে যাবে : খালেদা জিয়া।
২০১৩ – রায় ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের দুই কর্মচারী রিমাণ্ডে।
২০১৩ – কুষ্টিয়ায় ভেড়ামারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন ও বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
২০১৩ – বিএনপি এলে জঙ্গি দুর্নীতি ফিরবে।-কুষ্টিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী
২০১৪ – খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু কাসেম বাহিনীর ১৩ জন নিহত।
২০১৫ – আইএস(ইসলামিক স্টেট) জঙ্গিরা সিরিয়ার পালমিরার প্রায় ২ হাজার বছর আগে বিজয়োৎসবের জন্য নির্মিত সৌধ ‘আর্ক অব ট্রায়াম্ফ’, ধ্বংস করেছে।
২০১৫ – পরজীবী সৃষ্ট রোগ নিরাময়ের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করে আয়ারল্যান্ডের উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের ইউইউ তু- এই তিনজন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন।
২০১৫ – ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাত-পা, চোখ ও মুখ বাঁধা লাশ পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের পিছনে হলুদের খেত থেকে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
২০১৫ – ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’-এর ফাদার লুক সরকারকে (৫২) উপজেলা বিমানবন্দর সড়কের পাশে বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৫ – ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে চার ভারতীয় সেনা নিহত।
২০১৫ – মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশে আইএসসহ (ইসলামিক স্টেট) সহিংস উগ্রপন্থিদের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। আইএস মোকাবিলায় প্রয়োজনীয় সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশও সক্ষম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে অংশীদার।
২০১৫ – যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তিতে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় দীর্ঘ আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।
২০১৫ – রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খানকে (৬৫) নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০১৫ – চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকার একটি বাসা থেকে বিপুল অস্ত্রশস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার প্রধানসহ ৫ শীর্ষ জঙ্গিকে মহানগর পুলিশ গ্রেপ্তার করেছে।
২০১৫ – শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ – ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশের জনগণের জন্য আমি যে-কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি জাতিসংঘের দেওয়া দুটি আন্তর্জাতিক পুরস্কার দেশবাসীকে উৎসর্গ করেন।
২০১৬ – গুলশানের হোলি আর্টিজান হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত হাসনাত করিম ও তাহমিদকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি।
২০১৬ – ১০ টাকা কেজি দরে চাল বিক্রির অনিয়ম তদন্ত করা হবে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ – ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চতুর্ বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে জনকল্যাণের কথা ভাবতে বলেন সবাইকে।
২০১৬ – ইসির নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. আবদুল্লাহ।
২০১৬ – গ্রাহকদের তথ্য এফবিআইয়ের হাতে তুলে দিচ্ছে ইয়াহু। রয়টার্সের রিপোর্ট।
২০১৬ – হুথি বিদ্রোহীদের হামলায় সংযুক্ত আরব আমিরাতের রণতরি ধ্বংস।
২০১৬ – বিদ্বেষমূলক বক্তব্য দিলে এনজিওর নিবন্ধন বাতিল। সংসদে বিল পাস।
২০১৭ – দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপের উত্তর উপকূলের দেশ ব্রুনেই-এ সুলতানে হাসানাল বলকিয়াহর (৭১) সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘রথযাত্রা’ অনুষ্ঠিত। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০১৭ – দেশে প্রমবারের মতো শিশুতোষ চ্যানেল ‘দুরন্ত টিভি’র যাত্রা শুরু।
২০১৭ – ২০১৭ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।
২০১৭ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধানের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এ সময় তারা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
২০১৭ – ভারতীয় ঋণের অর্থ দ্রুত ছাড় ও প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্কিং কমিটিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও ভারতের এক্সিম ব্যাংকের প্রতিনিধি থাকবেন।
২০১৭ – যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মসমর্পণের জন্য শেষবারের মতো সময় দিয়েছেন আদালত।
২০১৭ – রাজধানীতে অক্টোবর বিপ্লব শতবর্ষের মাসব্যাপী উদ্বোধনী সমাবেশ।
২০১৭ – গাজীপুরের চন্দ্রায় দেশের প্রথম ওয়ালটনের স্মার্টফোন তৈরির কারখানা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম।
২০১৭ – ‘স্বাধীন হবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’ স্লোগান সামনে রেখে নানা কর্মসূচিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।
২০১৭ – ক্রীড়া সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জন্ম
১৮০৮ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৮২৯ – চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৮৬৪ – লুই ল্যুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক।
১৮৭৯ – ফ্রান্সিস পেটন রাউস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিৎ।
১৮৮৭ – মার্টিন লুথার কিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
১৮৯৪ – ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ।
১৮৯৫ – হেমন্তকুমার বসু,অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯০২ – ল্যারি ফাইন, মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯০৬ – মীরা দত্তগুপ্ত,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।
১৯২৩ – গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।
১৯৩০ – রেইনহার্ড সেল্টেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
১৯৩৬ – ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪০ – বব কাউপার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৪৯ – পিটার এক্রয়েড, ব্রিটিশ ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
১৯৬৭ – গাই পিয়ার্স, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৭৫ – কেট উইন্সলেট, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৩ – জেসি আইজেনবার্গ – মার্কিন অভিনেতা ও লেখক।
১৯৮৩ – মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশী ক্রিকেটার ও সংসদ সদস্য।
১৯৮৭ – নাজমুল হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
১২৫১ – মাওলানা জামালউদ্দিন রুমীর ইন্তেকাল।
১৫৬৫ – লডভিক ফেরারী, ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
১৮০৫ – লর্ড চার্লস কর্নওয়ালিস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল।
১৯১৮ – রলান্ড গারস, ফরাসি সৈনিক ও বৈমানিক।
১৯৬৮ – যোগেন্দ্রনাথ মণ্ডল, পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব।
১৯৭৪ – আবুল হাশিম, ভারত উপমহাদেশের বাঙালি রাজনীতিবিদ।
১৯৭৬ – লার্স অনসেজার, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজীয়-মার্কিন রসায়নবিদ ও পদার্থবিদ।
১৯৮৪ – মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।
১৯৮৫ – আবদুস সাত্তার, বিচারপতি, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।
২০০৪ – মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবপদার্থবিজ্ঞানী।
২০১০ – মেরি লেওনা জামিন, মার্কিন মডেল ও অভিনেত্রী।
২০১১ -স্টিভ জবস, অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০২০ – শক্তি ঠাকুর, ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা।
তথ্য সূত্র: উইকিপিডিয়া, বাংলাদেশের তারিখ ১-৩ খন্ড, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, ইতিহাসের এই দিনে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor