প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৯ তম (অধিবর্ষে ৩২০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আলোচিত ঘটনাসমূহ
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।
১৬৫৯ – ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে।
১৬৯৮ – কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।
১৭৯৯ – ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।
১৮৫৯ – অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৮ – বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।
১৯৬৪ – লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারী ক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭০ – ফিজি স্বাধীনতা লাভ করে।
১৯৭৩ – কাপ্তাই গুমাই বিলের বন্যায় ৬ কোটি টাকার ফসল বিনষ্ট।
১৯৭৬ – প্রেসনোট, ‘বিদ্রোহ ও নাশকতামূলক কাজের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
১৯৭৮ – নিরাপত্তা পরিষদে এশীয় আসনে বাংলাদেশ সদস্য নির্বাচিত।
১৯৮০ – পঞ্চদশ হিজরির সূচনা, ১লা মহররম।
১৯৮১ – কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ১১ জন কোচযাত্রী নিহত।
১৯৮২ – পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।
১৯৮৩ – পার্বত্য চট্টগ্রামের শান্তিবাহিনী প্রধান মানবেন্দ্র লারমা ৮ জন সঙ্গীসহ ত্রিপুরা রাজ্যে শান্তিবাহিনীর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হাতে নিহত।
১৯৮৬ – বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।
১৯৮৬ – রাজধানীতে অর্ধদিবস হরতাল পালিত।
১৯৮৬ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সহযোগিতায় সংবিধানের ৭ম সংশোধনী বিল পাশ। সামরিক আইন প্রত্যাহার।
১৯৮৭ – নূর হোসেন দিবস। সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই দিনে তিনি ঢাকা শহরের জিরো পয়েন্টের কাছে পুলিশের গুলিতে নিহত হন।
১৯৮৭ – বিরোধী জোট ও দলের ঢাকা কর্মসূচীতে ১৪৪ ধারা ভঙ্গ, পুলিশের গুলীতে নূর হোসেনসহ ৪ জন নিহত, অগ্নিসংযোগ, ভাংচুর, শহরে অঘোষিত হরতাল।
১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী দেয়াল বার্লিন প্রাচীর’-এর বিলুপ্তি।
১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।
১৯৯০ – ৮, ৭, ৫ দলীয় জোট ও অন্যান্য রাজনৈতিক দলের আহ্বানে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল। ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা।
১৯৯১ – আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।
১৯৯১ – ঐতিহাসিক ঢাকা অবরোধ দিবস পালিত হয়।
১৯৯৩ – প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোসেফ উডের সাক্ষাৎ।
১৯৯৩ – বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশের গুলি, কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জের মধ্য দিয়ে সচিবালয়ের সামনে আওয়ামী লীগের অবস্থান ধর্মঘট।
১৯৯৪ – বাম গণতান্ত্রিক ফ্রন্ট-এর ডাকে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত।
১৯৯৫ – পুরানো পল্টনস্থ বিএনপি অফিসের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ।
১৯৯৮ – ওয়েস্ট ইন্ডিজ-এ দলকে ১০ রানে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়।
১৯৯৮ – ‘হরতালে প্রতিদিন প্রায় ৪০০ কোটি ক্ষতি। বিরোধী দল হরতাল বর্জন করলে আওয়ামী লীগ ভবিষ্যতে হরতাল করবে না।’-অর্থমন্ত্রী।
১৯৯৮ – ঢাকায় সংঘর্ষ, গোলাগুলি, আহত অর্ধশতাধিক। চট্টগ্রামে আহত শতাধিক। কক্সবাজার, গাইবান্ধা ও চাঁদপুরেও শতাধিক আহত।
১৯৯৯ – দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জালনোটের ছড়াছড়ি।-সংবাদ।
১৯৯৯ – পোশাক শিল্পে ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণের এক চতুর্থাংশ প্রায় ৭৪ কোটি টাকাই খেলাপি। ২০০ শিল্প ইউনিটের ৬৬০ শতাংশ স্টকলট গায়েব।-প্রথম আলোর প্রতিবেদন।
১৯৯৯ – পরিবহন খাতে সারাদেশে প্রতিদিন চার কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়।-প্রথম আলোর প্রতিবেদন।
১৯৯৯ – মন্ত্রী, উপদেষ্টা, হুইপ, সাংসদের টাঙ্গাইল ভোটযুদ্ধে অংশগ্রহণ।
১৯৯৯ – সরকারি সূত্রে প্রকাশ বর্তমান সরকারের ৩৯২টি সিদ্ধান্তের মধ্যে ২৭৩টি পালিত। সাবেক সরকারের ৫৮টি সিদ্ধান্ত এখনোও অসম্পাদিত।
১৯৯৯ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপহরণ, মুক্তিপণ আদায়, গোলাগুলি ও জখম করার জন্য ১২ জন ছাত্রকে বহিষ্কার। ক্যাম্পাসে অবাঞ্ছিত ২।
২০০০ – প্রধানমন্ত্রীর ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রথম এশীয় সম্মেলন উদ্বোধন।
২০০০ – বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর বাংলাদেশের অভিষেক টেস্ট ক্রিকেটের উদ্বোধন। ভারতের সঙ্গে খেলে বাংলাদেশের ছয় উইকেটে ২৩৯।
২০০০ – সিরাজগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় পাবনার বিএনপি এমপি রফিকুল ইসলাম। বকুল (৫৩) নিহত।
২০০০ – ঢাকায় ভাঙচুর এড়াতে গিয়ে ট্রাক উলটে নিহত ৫।
২০০১ – বিশ্বের জনসংখ্যা ৬১০ কোটি। ১৯৬০ সাল থেকে দ্বিগুণ।
২০০২ – দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর ঢাকা ত্যাগ।
২০০২ – ৬টি বিভাগীয় সদরে ৬টি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠিত।
২০০২ – ভারতীয় হাইকমিশনারকে তলব করে আদভানির বাংলাদেশের অভ্যন্তরে জাতীয় প্রশিক্ষণ শিবির থাকার অভিযোগের প্রতিবাদ। ভারতে আশ্রয় নেয়া সন্ত্রাসীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে ৯৯ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা দিয়েছে যেখানে ভারতীয়। বিচ্ছিন্নবাদীদেরকে তালিম দেয় পাকিস্তানী গোয়েন্দা চক্র।
২০০২ – ছয় ভিডিশনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠিত।
২০০২ – বিএনপি কর্মী সুফিয়ানের লাশ হস্তান্তর। ময়নাতদন্তে আঘাতের চিহ্ন।
২০০৩ – কৌতুক অভিনেতা ও পরিচালক হাসমতুল্লাহ খান (৬৭)-এর মৃত্যু।
২০০৩ – এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক চলতি ২০০৩-০৪ অর্থবছরকে বাংলাদেশকে মোট ৫৩ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে।
২০০৩ – চট্টগ্রামে মৃদু ভূমিকম্প।
২০০৩ – মিরপুরে পরিবহন নেতা বাবুল শেখ (৩০) খুন। গাবতলী বাস টার্মিনালে উত্তেজনা।
২০০৩ – ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ। আহত ১০।
২০০৩ – ঢাকা ইপিজেড-এ চীন একটি বস্তুকলে ৫.১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
২০০৪ – কেরাণীগঞ্জের দুই খুনের মামলায় ২ ফাঁসি, ৩ যাবজ্জীবন।
২০০৪ – নূর হোসেন দিবস পালিত। নূর হোসেনের বাবার বেঁচে থাকাই দায়।
২০০৪ – পল্লবীতে সন্ত্রাসীদের চালের ব্যবসায়ী হাজী দেলোয়ার (৪৫) খুন।
২০০৪ – সাভারে দুই চালক ও দুই হেল্পারকে খুন করে দুটি পিকআপ ছিনতাই।
২০০৪ – ‘জুম্ম জনগণ প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে।-মানবেন্দ্র নাথ লারমার মৃত্যুবার্ষিকীতে বান্দরবানের এক বিশাল সমাবেশে সন্তু লারমা।
২০০৪ – চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খুনের আসামি শহিদুল ইসলাম (৩৩) নিহত।
২০০৫ – রাজধানীতে রেড অ্যালার্ট, যান চলাচল নিয়ন্ত্রিত। র্যাবের ২৬ ধরনের হাইটেক। বিমানবন্দরে বারো শ’ সেনা। ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার।
২০০৫ – নিউ এজ ও হলিডে’র সম্পাদক এনায়েতুল্লাহ খান (৬৬)-এর মৃত্যু।
২০০৫ – নিষিদ্ধ আল হিকমার চেয়ারম্যান কাউসার হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার।
২০০৫ – বিয়ানীবাজারে টিলায় টিলায় কমলা চাষ হচ্ছে।
২০০৬ – রাষ্ট্রপতি ইম্পিচযোগ্য বক্তব্য দিয়েছেন।-১৪ দল।
২০০৬ – রাষ্ট্রপতি সরকার পদ্ধতিতে কোনো পরিবর্তনের কথা বলেননি। বঙ্গভবনের ব্যাখ্যা।
২০০৬ – রাষ্ট্রপতির সরকারি পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া দরকার।-ড. ইউনূস
২০০৬ – ‘রূপক অর্থে সঠিক, সাংবিধানিকভাবে অসম্পূর্ণ।-রাষ্ট্রপতি শাসন প্রশ্নে। উপদেষ্টা ড. আকবর আলী খান।
২০০৭ – নেদারল্যান্ডসের একটি মামলায় আন্তর্জাতিক আদালতের বাংলাদেশকে। ৩১ কোটি জরিমানা।
২০০৭ – কেয়ারটেকার সরকারের মেয়াদ সম্পর্কে সংবিধানে কিছু না থাকলেও যেহেতু ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচন করা সম্ভব হয়নি। সেহেতু এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের নির্দেশনা দেওয়া উচিত। সাংবিধানিক বিশেষজ্ঞদের অভিমত।
২০০৭ – ২০টি দেশসহ বাংলাদেশের ট্রান্সএশিয়ান রেলওয়ের চুক্তিতে স্বাক্ষর।
২০০৭ – এ সপ্তাহে প্রধান যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু হবে।-জেনারেল (অব.) হারুন। কনভেনর সেক্টর কম্যান্ডার্স ফোরাম।
২০০৭ – ‘সঠিক বন্টনে প্রতিটি ভূমিহীন পরিবারকে আড়াই একর খাসজমি দেওয়া সম্ভব।-এক বৈঠকে ড, আবুল বারকাত
২০০৭ – তৃতীয় গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে যান শেখ। হাসিনা।-জঙ্গি বুলবুলের তথ্য
২০০৮ – বড় পুকুরিয়া মামলায় সাইফুর, নিজামী ও মুজাহিদ কারগারে। রাস্তা বন্ধ করে জামায়াত শিবিরের বিক্ষোভে চরম জনদুর্ভোগ।
২০০৮ – সকল ব্রান্ডের গুঁড়োদুধ নতুনভাবে পরীক্ষার পর রিপোর্ট হাইকোর্টে উপস্থাপনের নির্দেশ।
২০১০ – আশুলিয়া-কাঁচপুরে চার পোশাক কারখানায় নতুন কাঠামোর বেতন। বোনাস দাবি করে বিক্ষোভ।
২০১০ – বান্দরবনে বিডিআর বিদ্রোহের মামলায় ১০ রাইফেলসের ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা।
২০১০ – বাংলাদেশ সশস্ত্রবাহিনীকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিমান বাহিনীর প্যাসিফিক কমান্ডার জেনারেল নর্থের সাক্ষাৎ।
২০১০ – বুড়িগঙ্গা দখলমুক্ত করতে মসজিদণ্ডমাদ্রাসাসহ ২৮ স্থাপনা সরাতে মতৈক্য।
২০১১ – নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে চার সাংসদদের সংবাদ সম্মেলণে মামলা এজাহার নিয়ে বাদির উদ্বেগ।
২০১১ – নরসিংদিতে হাজারো মানুষ হাত উঁচুয়ে বলল, এজাহার ভুল নেই।
২০১১ – লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রপতি মানব সেবায় বৈশ্বিক নেতা পদক প্রদান।
২০১১ – চীনকে সার্কের পূর্ণ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি।
২০১১ – টাকার মান কমেছে প্রতিমাসে এক শতাংশ হারে।
২০১১ – বিচার বিভাগ পৃথক হলেও কমেনি মামলার জট। বিচারধীন মামলা ১৯ লাখ ১৬ হাজার ৫৩০টি।
২০১২ – বৌদ্ধ পল্লীতে হামলার জন্য দায়ী আওয়ামী লীগ। জামায়াতকে কাছে টানার চেষ্টা করছে আওয়ামী লীগ।-রামুতে এক প্রস্তুতি সমাবেশে খালেদা জিয়া
২০১২ – অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ড. ইউনূস।
২০১২ – বক্তব্যটি আমার ব্যক্তিগত, অমর্ত্য সেনের নয়। অর্থমন্ত্রী
২০১২ – ভারতকে নৌ করিডোর দিতে ২৪৫ কোটি টাকার প্রকল্প।
২০১২ – যুদ্ধাপরাধীদেরকে কেউ বাঁচাতে পারবে না। প্রধানমন্ত্রী
২০১২ – রাজশাহী, চাঁদপুর এবং লক্ষ্মীপুরে পুলিশ ও শিবিরের সংঘর্ষে আহত ৫০। সিলেটে ব্যাপক সংঘর্ষ, আটক ১২।
২০১২ – তিন বছর দলের সদস্য থাকার বিধান করতে এরশাদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। যারা এই ১২(ঞ) ধারা বদলাতে চাইছেন, তাদের উদ্দেশ্য টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া।-মওদুদ আহমদ
২০১৩ – বেক্সিমকো গ্রুপের বিপুল অংকের ঋণ। অর্থ উদ্ধারে অবস্থান নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
২০১৩ – ইন্ডিয়ান ওপেন গলফের শিরোপা হাতে বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।
২০১৩ – প্রতিদিন গ্যাস অপচয় ৭০ কোটি ঘনফুট।
২০১৩ – এক কোটি ৭০ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি। আওয়ামী লীগ অফিসে উৎসবের আমেজ।
২০১৩ – হরতালে চট্টগ্রামে নিহত ২। বিক্ষিপ্ত সংঘর্ষ, ৩০ গাড়িতে ভাঙচুর-আগুন, ১৫০ জন আহত।
২০১৩ – পিলখানা হত্যা মামলার রায়ের অনুলিপি নিতে খরচ হবে এক লাখ টাকার বেশি।
২০১৪ – আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রেল ও সড়কপথ অবরোধ।
২০১৪ – পদ্মা সেতুর নদী শাসনের জন্য চীনা কোম্পানি সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর।
২০১৪ – বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত।
২০১৪ – রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের (৫৫) ইন্তেকাল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার শোক প্রকাশ।
২০১৪ – শহীদ নূর হোসেন দিবস পালিত।
২০১৪ – হবিগঞ্জের বাহুবল ও আজমিরীগঞ্জে পৃক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রসহ ছয়জন নিহত, আহত পাঁচ।
২০১৪ – চলতি বছর সংবাদপত্র, রেডিও-টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৭জন সাংবাদিকের ডিআরইউ গ্রামীণফোন রিপোর্টিং এ্যাওয়ার্ড জয়।
২০১৪ – ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশের দায়েরকৃত বিস্ফোরক মামলায় ৩৭ নেতাকর্মী কারাগারে।
২০১৪ – সিরিয়ার রাজধানী দামাস্কে আততায়ীদের হামলায় পাঁচ পরমানু প্রকৌশলী নিহত।
২০১৫ – লেখক ও প্রকাশক হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে ৩৮জন বুদ্ধিজীবী যৌথ বিবৃতি দিয়েছেন।
২০১৫ – শেখ সামিউল আলম রাজন ও রাকিব হত্যা মামলার মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছেছে।
২০১৫ – আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৫ পেয়েছে লাইবেরিয়ার নাগরিক আব্রাহাম কেইটা (১৭)। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কারজয়ী স্বদেশি লেমাহ জিবোয়ির হাত থেকে পুরস্কার নেন আব্রাহাম।
২০১৫ – ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
২০১৫ – নাশকতার আরো তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
২০১৫ – প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর-এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হাসপাতাল ছেড়েছেন।
২০১৬ – বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো আন্তর্জাতিক লোক উৎসব।
২০১৬ – গ্রেপ্তার ও রিমান্ড প্রশেড়ব ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তার করা যাবে না।
২০১৬ – হোয়াইট হাউসে ট্রাম্পণ্ডওবামা বৈঠক।
২০১৬ – ১৪ দলের প্রতিনিধিদের নাসিরনগর পরিদর্শন।
২০১৬ – প্রধান বিচারপতি স্পিকারের সমতুল্য।
২০১৬ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একনেকের বৈঠক। ১২টি প্রকল্প অনুমোদন।
২০১৬ – মানিকগঞ্জ ও ফরিদপুরে পারিবারিক মন্দিরে হামলা।
২০১৬ – শহীদ নূর হোসেন দিবস পালিত।
২০১৬ – সায়মা ওয়াজেদ ইউনেস্কোর জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত।
২০১৬ – সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রাষ্ট্রীয় মর্যাদা ক্রম নির্ধারণী রায়।
২০১৬ – ঘটনার ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে। সুপ্রিম কোর্টের রায়।
২০১৬ – বিপিএল। ৯ উইকেটে চিটাগং ভাইকিংসকে হারাল রংপুর রাইডার্স।
২০১৭ – ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন, পুলিশ-জনতা সংঘর্ষে নিহত একজন। জামায়াতের বিরুদ্ধে হামলা সংঘটনের অভিযোগ।
২০১৭ – সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানে এ পর্যন্ত ২০১ জন আটক ও ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
২০১৭ – সৌদিতে আকস্মিক সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সফরকালে ম্যাক্রো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।
২০১৭ – রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে তিন দেশের বাম নেতারা বলেছেন, শোষণমুক্ত বিশ্ব গড়া সম্ভব, প্রয়োজন ঐক্য।
২০১৭ – কম্বোডিয়া থেকে নির্ধারিত সময়ে প্রথম দফায় চাল জাহাজীকরণে ব্যর্থ হওয়ায় চাল আমদানি চুক্তি বাতিল করে দিয়েছে বাংলাদেশ। এর বিকল্প হিসেবে ভারত থেকে আরো চাল আনার উদ্যোগ নিয়েছে সরকার।
২০১৭ – শহীদ নূর হোসেন দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
২০১৭ – জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়িতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১৭ – ভিয়েতনামে এক সংবাদ সম্মেলনে মাদক বিরোধী অভিযানের নামে বিনাবিচারে হত্যা ও ধরপাকড়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এবার ফিলিপাইনে মানবাধিকার বিষয়ক এক বিশ্ব সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
২০১৭ – ঢাকা থেকে কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ‘অ্যান্ড টু অ্যান্ড কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ (ওয়ানস্টপ সার্ভিস) চালু করেছে বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ।
জন্ম
১২৮২ – নবী করিম ( সা ) এর পবিত্র আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা ( আ ) মদীনা শহর।
১৪৮৩ – মার্টিন লুথার, তিনি ছিলেন জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা।
১৬৯৭ – উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।
১৭২৮ – অলিভার গোল্ডস্মিথ, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৮৪৮ – ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৮৬৮ – গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট, “জাপান কারাতে এসোসিয়েশন” এর প্রতিষ্ঠাতা।
১৮৯৩ – অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।
১৯১৮ – আর্নস্ট অটো ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৩৬ – পল পোস্টাল, একজন মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৩৯ – আমজাদ খান চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং সাবেক সেনা কর্মকর্তা।
১৯৪২ – রবার্ট এঙ্গেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৫৪ – জয় গোস্বামী, একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক।
১৯৬০ – নিল গাইমান, তিনি ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।
১৯৮৫ – আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার।
১৯৯২ – ওয়িলফ্রিয়েড যাহা, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৭২৮ – ফ্যডর আপ্রাক্সিন, তিনি ছিলেন রাশিয়ান এডমিরাল।
১৮২২ – বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি।
১৮৯১ – জ্যঁ নিকোলা আর্তু র্যাঁবো, তিনি ছিলেন ফরাসি কবি ও শিক্ষাবিদ।
১৯০৮ – কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
১৯০৯ – জর্জ এসেক্স ইভান্স, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।
১৯১৫ – রাধারমন দত্ত, বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।
১৯১৭ – হ্যারি ট্রট, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩২ – সুনীতি দেবী ,ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী।
১৯৩৮ – আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের মৃত্যু।
১৯৩৮ – কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।
১৯৬৪ – জিম্মি ডড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৮৩ – আ. ক. ম. মুজতবা, বাংলাদেশী সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।
১৯৮৭ – নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।
১৯৯৩ – বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক।
২০০৮ – মিরিয়াম মাকেবা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।
২০১২ – মারিয়ান লাইনস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।
দিবস
নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস
Keratoconus awareness day/World KC Day
World Science Day for Peace and Development
তথ্য সূত্র: উইকিপিডিয়া,
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor