প্রকাশিত :শনিবার,২৮ মার্চ ২০২০ ইং ।। ১৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত কমপক্ষে ৫১ জন ডাক্তার মারা গেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইতালিয়ান এসোসিয়েশন অফ ডক্টরস জানায়, দেশটিতে কোভিড-১৯ সংকট শুরুর সাথে সাথে ওই ৫১ জন ডাক্তার এ রোগে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ৩২ জন ডাক্তার লম্বারডি অঞ্চলে কাজ করতেন যেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।
সংস্থাটির প্রেসিডেন্ট ফিলিপো এনেল্লি সুরক্ষা যন্ত্রপাতি সমাধানের আহ্বান জানানোর পরেই এতো জন ডাক্তারের মৃত্যুর সংবাদটি প্রকাশ পেল।
এ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৪১৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে পাঁচ হাজার ৯০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ জন থেকে বেড়ে ৮৬ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁই ঁছুই। শুক্রবার একদিনেই ইতালিতে মৃত্যুবরণ করেছে রেকর্ড ৯১৯ জন!