ইউনাইটেড হাসপাতালে ৫ রোগী নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা

0
12
ইউনাইটেড হাসপাতালে ৫ রোগী নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা

প্রকাশিত :বৃহস্পতিবার,২৮মে ২০২০ ইং ।। ১৪ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী নিহতের ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪ জনের দাফন গতকাল সম্পন্ন হয়েছে। নিহত ভারনন অ্যান্থনী পলের লাশ চট্টগ্রামে দাফন করা হবে।

অপরিদকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

আজ সকালে সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। সিআইডির সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি তদন্ত করতে আলামত সংগ্রহ করছি।

এ ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতালের বর্ধিতাংশের করোনা ইউনিটে নিহত পাঁচজনই ছিলেন করোনা রোগী।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালটিতে আগুন লাগে। তাতে ৫ জন নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।

নিহতরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহবুব (৫০)।

গুলশান থানার পরিদর্শক শেখ শাহানুর রহমান জানান, মাহবুব ১৫ মে, মনির হোসেন ১৬ মে, অ্যান্থনি পল ও খোদেজা বেগম ২৫ মে এবং রিয়াজুল আলম ২৭ মে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন