ইংরেজি ভাষা দিবস

0
13

প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২ইং।। ১০ই বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।। ২১ রমজান,১৪৪৩ হিজরি ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রতি বছর ২৩শে এপ্রিল সারা বিশ্বে জাতিসংঘ ইংরেজি ভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি 23টি ভাষা দিবসের অংশ যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। জাতিসংঘের ভাষা দিবস উদ্যোগের অধীনে, জাতিসংঘ ছয়টি ভিন্ন দিবস উদযাপন করে, যা সংস্থার ছয়টি অফিসিয়াল ভাষার জন্য উত্সর্গীকৃত। জাতিসংঘের ভাষা দিবসের উদ্দেশ্য হল বহুভাষিকতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচার করা। ইংরেজি এমন একটি ভাষা যা বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্রিত করে। এটি একটি লিঙ্ক ভাষা হিসাবে কাজ করে।

জাতিসংঘ কর্তৃক ইংরেজি দিবস পালনের পেছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই দিনটি ইংরেজি ভাষার মহান লেখক উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন হিসেবে চিহ্নিত। এই দিনে ইংরেজ বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন এবং তিনিও এই দিনে মৃত্যুবরণ করেন। শেক্সপিয়র তার জীবদ্দশায় 38টি নাটক লিখেছেন।

ইংরেজি ভাষার উৎপত্তি মধ্যযুগীয় ইংল্যান্ডে বলে মনে করা হয় এবং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষাগুলির মধ্যে একটি।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন