আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবিতে মতবিনিময় সভা

0
41
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবিতে মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার,৬ জুলাই ২০১৯ ইং || ২২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগেরর আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে শ্রীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদে মিলনায়তে আড়িয়াল বিল বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধি,সুশিল সমাজসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মণের প্রয়োজনীয়তা ও তাতে এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সাবেক প্রকল্প পরিচালক ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার।

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবিতে মতবিনিময় সভা

তিনি বলেন,মুন্সীগঞ্জবাসী যদি আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর চান তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরবো। আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণের ক্ষেত্রে তৎকালীন সময়ে সরকারের নেয়া পদক্ষেপের সঠিক তথ্য বিলবাসীর জানা ছিল না। একারণে ওই সময়ে বিমানবন্দর নির্মাণে তারা বিরোধিতা করেছিল। বিমানবন্দর নির্মাণে সরকারের প্রয়োজন বিলের ১০ হাজার একর জমি। পুরো বিলে রয়েছে প্রায় ২৬ হাজার একর জমি। তাই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আড়িয়াল বিল এখনো সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহিয়াত হোসেন, গ্রুপ ক্যাপ্টেন (অব) খান মো. নজিব, উপজেলাপ পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোকলেছুর রহমান, মো. আজিজুল ইসলাম, সেলিম তালুকদার, কাজী মনোয়ার হোসেন শাহদাৎ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মোড়ল, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, হাঁসাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক আইয়ূব খান, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন তালুকদার প্রমুখ।

বক্তারা পদ্মা সেতু, ঢাকা-মাওয়া মহাসড়ক ৬ লেন, রেল লাইন প্রকল্পের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অচিরেই আড়িয়ল বিলে বিমানবন্দন নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। তারা জমির ন্যায্য মূল্য, পুনর্বাসন ও মৎসজীবীদের জন্য ক্ষতিপূরণ প্রাপ্তির আশা ব্যক্ত করেন। এই বিষয়ে আগামী ২৭ জুলাই উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ চত্বরে পরবর্তী সভা আহ্বান করা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন