আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান চলছে

0
5

প্রকাশিত : বুধবার,১৪ অক্টোবর ২০২০ইং ।। ২৯শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৭শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশে পর্যাপ্ত আলু মজুত থাকা সত্ত্বেও হঠাৎ করেই বাড়ছে দাম। ফলে প্রতি কেজি আলু খুচরা বাজারে ৩০ টাকা, হিমাগারে ২৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৫ টাকা দরে বিক্রির নির্দেশনা দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। আর নির্দেশনা অনুযায়ী রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

১৪ অক্টোবর, বুধবার সকালে কৃষি বিপণন অধিদফতর থেকে ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানোর পরেই দুপুরে নির্ধারিত মূল্য নিশ্চিত করতে বাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন জানান, আলু, পেঁয়াজ, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না, তা মনিটরিং করতে অধিদফতরের পাঁচটি টিম রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ের দুটিও টিম কাজ করছে। যারা অনৈতিকভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

মাসখানেক আগেও যে আলুর দাম ছিল কেজিপ্রতি ২৫-২৮ টাকা, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে। খুচরা বাজারে ৫৫-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।বর্তমানে বাজারে বিক্রমপুরের আলু প্রতিকেজি খুচরা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। রংপুর ও রাজশাহীর আলুর দাম ৫৮ থেকে ৬০ টাকা কেজি হাঁকা হচ্ছে। ভর্তার জন্য ছোট লাল আলু কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা দাম চাইছেন বিক্রেতারা।

এদিকে আলুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেগুনসহ অন্যান্য সবজির দামও বাড়ছে। একমাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে বেগুনের দাম ৮০ টাকায় ঠেকেছে। এ ছাড়া মরিচের দামও আকাশছোঁয়া।

নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন