আর বাকি মাত্র দুইটি স্প্যান; পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান

0
12
আর বাকি মাত্র দুইটি স্প্যান; পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান

দৃশ্যমান হলো ৫ হাজার ৮৫০ মিটার অবকাঠামো
প্রকাশিত: শনিবার,২৮ নভেম্বর ২০২০ইং ।। ১৩ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১২ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু: পদ্মা সেতুর ১০ ও ১১ নম্বর খুঁটির উপর বসানো হলো ৩৯তম স্প্যান। অনেকটা মাঝ নদীতে দু’টি খুঁটির উপর এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হলো ৫ কিলোমিটার ৮৫০ মিটার পর্যন্ত। বাকি থাকলো আর মাত্র দু’টি স্প্যান বসানোর কাজ। যা বসানো হলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু পূর্ণাঙ্গ কাঠামো পাবে।
সকালে কিছুটা কুয়াশা ঢাকা থাকলেও ধীরে ধীরে সূর্যালোকে উজ্জ্বল হয়ে ওঠে পদ্মা। তারই মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে প্রায় ৩০ মিনিট চলে ভাসমান ক্রেন নির্ধারিত খুঁটির কাছাকাছি পৌঁছায়। এরপর ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যেই ৩৯তম স্প্যানটি দুই খুঁটির মাঝখানে বসানো শেষ করেন সেতু প্রকৌশলী ও শ্রমিকরা। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২১ নভেম্বর সেতুর ৩৮তম স্প্যানটি বসানো হয়। সেটি বসানো হয়েছিল সেতুর মাওয়া প্রান্তে। যার একটা দিক বসে ডাঙায় অন্যদিকটা নদীতে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে সব মিলিয়ে ৪২টি খুঁটি বা পিয়ার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ২টি ডাঙায়। ডাঙায় থাকা দু’টি খুঁটি সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে। ৬টি মডিউলে বিভক্ত থাকবে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১ হাজার ৪৭৮ মিটার ভায়াডাক্ট বা ঝুলন্ত পথ ও জাজিরা প্রান্তে থাকবে এক হাজার ৬৭০ মিটার।
বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল পদ্মা সেতুর পুরোটাই নির্মিত হবে স্টিল ও কংক্রিট স্টাকচারে। সেতুর ওপরে থাকবে কংক্রিটিং ঢালাইয়ের চার লেনের মহাসড়ক আর তার নিচ দিয়ে যাবে রেললাইন। সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ১২ ডিসেম্বরে এবং শেষ হওয়ার সংশোধিত শিডিউল ২০২১ সালের জুন মাসে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতি আসায় সেতুর কাজ শেষ হতে আরও বেশি সময় লাগতে পারে।#

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন