আরব আমিরাতে লুঙ্গিতে ভাবমর্যাদা নষ্ট করছে একশ্রেণীর বাংলাদেশী

0
21
আরব আমিরাতে লুঙ্গিতে ভাবমর্যাদা নষ্ট করছে একশ্রেণীর বাংলাদেশী

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ইং।। ১৩ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :আরব আমিরাতে লুঙ্গি পরে ঘরের বাইরে অবাধ চলাফেরা করা অশোভনীয় ও দ-নীয় অপরাধ হলেও অসচেতনতা অথবা দেশটির আইন-কানুনের প্রতি তোয়াক্কা করছে না একশ্রেণীর বাংলাদেশি। এসব লোক জনসম্মুখে, শপিংমল, মসজিদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে অবাধ চলাফেরা করে সুন্দর দেশটিতে অসুন্দর ও বেমানান কাজটি করে নিজ দেশের ভাবমর্যাদা নষ্ট করে চলেছে। দেশে লুঙ্গি পরে অবাধ চলাফেরা করা শোভনীয় হলেও বিদেশের মাটিতে বা উন্নত দেশে এসে তাদের লুঙ্গি পরে দেশীয় সংস্কৃতির মতো অবাধ চলাফেরা দেখলে মনে হয় যেন নিজ দেশের মতো করেই নির্দ্বিধায় চলাফেরা করছেন তারা। যা একেবারেই পছন্দ করেন না আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন। এতে বিরূপ মন্তব্য করতেও শোনা যায় তাদের। অপরদিকে অশোভনীয় এ কাজটিতে লজ্জিত ও বিব্রত করছে অন্য প্রবাসী বাংলাদেশীদেরও।
অথচ পাসপোর্টে আমিরাতেরভিসা লাগানোর আগে প্রশাসনের পক্ষ থেকে ভিডিও লাইভের মাধ্যমে সুন্দর ও শান্তিপ্রিয় দেশটির আইন-কানুন সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরে ধারণা দেয়া হয়। কিন্তু তারপরও মানছেন না একশ্রেণীর বাংলাদেশি। এতে মাঝে-মধ্যে সিআইডি ও পুলিশের ঝটিকা অভিযানে ধরা পড়ে জরিমানাও গুণতে হচ্ছে অনেককে। আবার অনেককে ধরে নিয়েও যেতে দেখা যায় এবং দেশেও পাঠিয়ে দেয়া হয়।
এদিকে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এদেশটির আইন-কানুন মেনে চলার পাশাপাশি নিজ দেশের ভাবমর্যাদারক্ষায় কাজ করার জন্য প্রবাসীদের আহবান জানিয়ে আসছেন নিয়মিত। কিন্তু এ নিয়ে যেন কোন চিন্তা-ভাবনাও নেই একশ্রেণীর বাংলাদেশির।
আমিরাতের নামকরা আল-আনসারী এক্সচেঞ্জের ম্যানেজার বরিশালের মোহাম্মদ শফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, যারা বাংলাদেশ থেকে চাকরির উদ্দেশ্যে বিদেশের মাটিতে আসবেন তাদেরকে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে আসার আগে সরকারের উদ্যোগে ওইসব দেশের আইন-কানুন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি বলেন, তাতে একদিকে দেশের জন্য বয়ে আনবে সুনাম অন্যদিকেক্ষুণœ হবে না দেশের ভাবমর্যাদা।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন