প্রকাশিত: মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ইং ।। ৭ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)।। ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ৫ বছর আগে (৩০ জানুয়ারি) আমার মা মারা গেছেন। তিনি জীবিত থাকাবস্থায় বলে গেছেন, মানুষকে ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়। আর আমি যেহেতু বঙ্গবন্ধুর মহিউদ্দিনের ছেলে হয়ে জন্মেছি। তাই আমার দায়িত্ব আগে মানুষকে ভালোবাসা, তারপর রাজনীতি। আমি মানুষকে ভালোবাসতে পারলে মানুষও আমাকে ভলোবাসবেই। আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে গেছে।
সোমবার বিকেলে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত কয়েক শতাধিক জনতা “সঠিক’ সঠিক” বলে মন্তব্য করেন। আসছে ৩০ জানুয়ারি মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন এবং একই দিন পৌর মেয়র ফয়সাল বিপ্লবের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী। এ বিষয়টি উল্লেখ করতে গিয়েই প্রয়াত মায়ের শিক্ষনীয় উপদেশ দিয়ে যাওয়ার স্মৃতিচারণ করেন।
এদিকে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ব্যানারে পৌর মেয়র বিপ্লবের পক্ষে নির্বাচনি উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ডের রমজানবেগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব আমির হোসেন মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নরুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, ৯ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মোহন দিদার, বাংলাদেশ ছাত্রলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়সাল মৃধা।
উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, গাজী আশরাফুল আলম লিটন, শওকত হোসেন ভান্ডারী, ওসমান গনি, আতাউর রহমান ভূইয়া, সোহরাব শেখ,শিপলু সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’