প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ইং।। ১১ই ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।।১৬ই মহররম১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : অবশেষে চালু হচ্ছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মঙ্গলমাঝি নৌরুট। স্থানান্তর হচ্ছে মাদারীপুরের বাংলাবাজার ঘাট।
বাংলাবাজার ঘাট পরিবর্তন করে ফেরি চলাচলের জন্য নতুন করে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিকান্দি ঘাট নির্মাণ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবরের মঙ্গল মাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ফেরি চলাচল করবে।
এতে করে শরীয়তপুরবাসীর মাঝে আনন্দের বন্যা দেখা গেছে। এতে পদ্মা সেতুর পিলার থেকে ফেরির দূরত্ব থাকবে সাড়ে ৩০০ থেকে ৪৫০ মিটার। আগামীকাল বৃহস্পতিবার এ পথে পরীক্ষামূলক ভাবে প্রথম ফেরি চালানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিউ টিএ) কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মিয়া ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২১ আগস্ট থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবরের মঙ্গলমাঝির ঘাট নির্মাণের কাজ করা হচ্ছে। নদীর প্রবল স্রোতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরী পারাপার বিঘিœত হয়। ইতোমধ্যে ৩ বার ফেরী পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগে। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে ফেরী চলাচল বন্ধ রয়েছে। হালকা যান ও এ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিত ভাবে ফেরী সার্ভিস চালু রাখার জন্য মাঝিকান্দি ফেরী ঘাট চালু করা হবে। তাই দ্রুত গতিতে কাজ চলছে। তাই আজ বুধবার রাতের মধ্যে ঘাট প্রস্তুুত করা হবে। কাল পরীক্ষামূলক ভাবে ফেরি চালানো হবে। আর আগামী শুক্রবার ঘাট থেকে ফেরি চলাচল শুরু হবে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1/
মাঝির ঘাটে গিয়ে দেখা যায়, শরীয়তপুর-মাঝিরঘাট সড়কের উত্তর প্রান্তে পদ্মা নদী শাসন বাঁধ ঘেষে জিও ব্যাগ ও বালু ফেলে ফেরী ঘাট নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগমী শুক্রবারের মধ্যে ঘাট নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষমাত্রা নিয়ে কাজ করছেন বাংলাদেশ নৌ-যান কর্তৃপক্ষ।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের দূরত্ব ১০ কিলোমিটার। পারাপার হতে সময় প্রায় ২ ঘন্টা। এখন জাজিরার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব ৮ কিলোমিটার। তাই পারাপারে জন্য সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট।
বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌ-পথে ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই নৌপথে ফেরি ছাড়া হবে না। তবে জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট এলাকায় নতুন করে ফেরিঘাটটি নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলমাঝির লঞ্চঘাট থেকে শরীয়তপুর সড়কের মাথায় পদ্মা নদীতে বালুভর্তি জিওব্যাগ ফেলে কিছু অংশ ভরাট করা হয়েছে। সেখানে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রশস্ত ঘাট নির্মাণ চলছে। বালুভর্তি জিওব্যাগের ওপর বাঁশ, ইট ও বালু দিয়ে ঘাটটি নির্মাণ করা হয়েছে। ঘাট নির্মাণে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হচ্ছে।
ঘাট নির্মাণের ঠিকাদার আব্দুস সামাদ হাওলাদার বলেন, ২০ আগস্ট থেকে ৫০ জন শ্রমিক কাজ করছেন। বুধবার রাতের মধ্যে ঘাটের নির্মাণকাজ শেষ করতে হবে। শ্রমিকরা দিন-রাত কাজ করছেন। বৃষ্টি না হলে রাতের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে পারব।
বিআইডব্লিউটিএর কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল জাগো নিউজকে বলেন, আটদিন ধরে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার নৌপথ বন্ধ। মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আমরা ২০ আগস্ট থেকে মঙ্গলমাঝির এলাকায় একটি ঘাট নির্মাণের কাজ শুরু করেছি। কাজটি শেষ পর্যায়ে। বৃহস্পতি বা শুক্রবার ঘাটটি চালুর সম্ভাবনা রয়েছে। সড়ক প্রশস্ত কম হওয়ায় ওই ঘাট দিয়ে এখন ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করবে।
মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
https://www.facebook.com/3square1