প্রকাশিত:রবিবার,২০জানুয়ারি ২০১৯।
বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক: আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে যাচ্ছেন বিশ্ববাসী। পূর্ণ চন্দ্রগ্রহণ বা ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে ২১ জানুয়ারি সোমবার। এ দিন বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণগ্রাসে দৃশ্যমান হবে এই মহাজাগতিক উপগ্রহ। তবে বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না।
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী,২১ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। টানা সাড়ে তিন ঘণ্টা চলবে চন্দ্রগ্রহণ। এর মধ্যে ৬২ মিনিট স্থায়ী হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
বিজ্ঞানীরা জানিয়েছেন,প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (পিএসটি) অনুসারে ২০ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। দিনে সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় চাঁদ। এ জন্য বাংলাদেশ থেকে দেখা যাবে না সেই গ্রহণ।
এর আগে গত বছরের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এরপর ফের ২০২১ সালের ২৬ জুন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ২০১৯-এর মাঝামাঝি ফের চন্দ্রগ্রহণ হবে। ১৬-১৭ জুলাই। তবে সেটা আংশিক চন্দ্রগ্রহণ।
আর ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১,১৯৫৩। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।
এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের www.bmd.gov.bd/eclipse এই ওয়েবসাইটে।