প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন ২০২৩।। ৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৪ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানী ঢাকাসহ সারাদেশেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে যুক্ত বিবৃতিতে দলটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৩ জুন) যুক্ত বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ওই দিনটি সৌর-করোজ্জল একটি উজ্জ্বল দিবস।১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৩ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮ এর ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা দেশজুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ৬ দফার আন্দোলন ও ’৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।বিবৃতিতে বলা হয়, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বিবৃতিতে জানানো হয়, আজকের এ ঐতিহাসিক ২৩ জুন দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলবো।