প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।। ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গোলাম সারওয়ার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও। বর্তমানে তিনি নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।
এর আগে গত ১৫ জুন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হন। কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
নিউজটি শেয়ার করুন .. ..