প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ৩০ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি :মুন্সীগঞ্জে মহাসড়কের ওপর গুলি করে তরুণী হত্যার আদ্যোপান্ত জানিয়েছে পুলিশ। আইন প্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, নিহত তরুণী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের জন্য চাপ দিলে তাকে গুলি করে হত্যা করেন প্রেমিক। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেটি পাঁচ আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার।
এসপি জানান, নিহত তরুণী শাহিদা ইসলাম রাফার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার তথ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি পাঁচ আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা।
গত শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদি হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশে না, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার: রিজভীবাংলাদেশে না, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার: রিজভী
নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সঙ্গে থাকতেন। গ্রেপ্তার তৌহিদও একই এলাকার বাসিন্দা।
তথ্য সূত্র ও কৃতজ্ঞতা: ৭১ টিভি চ্যানেল
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com