প্রকাশিত : রবিবার , ১৪ জুলাই ২০২৪ ইংরেজি, ৩০ আষাঢ়,১৪৩১বাংলা(বর্ষা কাল), ৭ মহররম ১৪৪৬ হিজরি
বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাওলাদার আঃ রাজ্জাক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গতকাল শনিবার রাত ১০টার সময় শনির আখড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮০ বছর।
তাঁহার জন্মস্থান এবং পৈত্রিক বাড়ি লৌহজং উপজেলার কনকসার গ্রামে (ফকির বাড়ির বটতলার একটু পূর্ব দিকে)। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা,জামাতা,নাতি নাতনী, আত্বীয় স্বজন ও হাজার হাজার ছাত্র ছাত্রী ও ভক্তবৃন্দ রেখে গেলেন।
অধ্যাপক হাওলাদার আঃ রাজ্জাক ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সমিতির অন্যতম সংগঠক। তিনি ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে প্রথম ফার্স্ট ডিভিশন পান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স এবং এমএ পাশ করে হরগঙ্গা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে কাটিয়েছেন।
অধ্যাপক হাওলাদার আঃ রাজ্জাক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। অর্থনীতির উপর লেখা তাঁর বই বাংলা একাডেমি প্রকাশ করেছে,বইটি ছাত্র ছাত্রীদের কাছে খুব পরিচিত ছিল।
তিনি বর্তমানে ঢাকার শনির আখড়ায় নিজের বাসভবনে বসবাস করতেন বিক্রমপুরে কনকসারের বাড়ি ছেড়ে সিরাজদিখান উপজেলার চোর মর্দন গ্রামে ইছামতী নদীর পাড়ে বসতি স্থাপন করেন।
তাঁর নামাজে জানাজা আজ ১৪ জুলাই রবিবার সকাল ৯ টায় তাঁর জুরাইনস্থ বাসভবনের পাশের মসজিদে অনুষ্ঠিত হবে।
বিক্রমপুর খবর এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com