অতিরিক্ত জোয়ারে সুন্দরবন প্লাবিত; প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে

0
7
অতিরিক্ত জোয়ারে সুন্দরবন প্লাবিত; প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে

প্রকাশিত: বুধবার, ২৬ মে  ২০২১ইং।। ১২ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :অতিরিক্ত জোয়াওে সুন্দরবনের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ৩০ বছর পর ভরাপূর্ণিমায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশ্ব খ্যাত ম্যানগ্রেভ এই বন কমপক্ষে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সুন্দরবনের সব থেকে উঁচু এলাকা করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রও পানি উঠেছে। তবে এই কেন্দ্রের বন্যপ্রানীগুলো এখনো নিরাপদ রয়েছে।

সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, সুন্দরবনের দুবলা অন্তত ৫ ফুট পানিতে তলিয়েছে। দুবলায় প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দুবলা টহল ফাঁড়ির ১০ জন ষ্টাফ দুবলা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। সুন্দরবনে অন্যান্য বন অফিসের সদস্যরাও সুন্দরবনের কোস্টগার্ডের আলোরকোল, কোকিল মনি, সুপতি ও ডুমুরিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে এক থেকে দেড় ফুট পানি উঠেছে। আরো এক ফুট পানি উঠলেও এই প্রজনন কেন্দ্রের বন্যপ্রানী হরিণ, কুমির ও বিলুপ্তপ্রজাতির কচ্ছপ বাটাগুল বাচকা রক্ষা করা দুস্কও হবে। অতিরিক্ত পানি আরো বাড়লে বা’ জলোচ্ছ্বাস হলে বন্যপ্রানীগুলোর কি অবস্থা হবে তা বলা সম্ভব নয়। তবে সুরক্ষার সম্ভব সবরকম চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন