প্রকাশিত : বুধবার ৫মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৪ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জেলায় আজ হত্যা মামলায় আসামী হাবিবুর রহমান মিঝিকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করেছে আদালত।
আজ বুধবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান মিঝি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার উত্তর কুরমিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিঝির পুত্র।
রায় ঘোষনার সময়ে আসামি হাবিবুর রহমান মিঝি আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় রাষ্ট্র্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট আরিফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ টংগিবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিনের মেয়ে ভারসাম্যহীন ভিকটিম সালেহা ওরফে ডলি (৩০) বাড়ি থেকে নিখোঁজ হন। কয়েকদিন পরে একই বছরের ৭ মার্চ লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের হাজী কালাম মোল্লার বাড়ির ভাড়াটে হাবিবুর রহমান মিঝির শোবার ঘর থেকে নিখোঁজ সালেহা ওরফে ডলির মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানেকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত ডলির ভাই নূর মোহাম্মদ দপ্তরি বাদী হয়ে ২০১৮ সালের ২২ মার্চ হাবিবুর রহমান মিঝিকে আসামী করে টংগিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমান সহ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি হাবিবুর রহমান মিঝি দোষী সাব্যস্ত হন।
এ মামলায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর আজ রায় প্রদান করেন। রায়ে আসামি হাবিবুর রহমান মিঝিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করা হয়। – বাসস
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com