সিরাজদিখানে মায়ের বিরুদ্ধে নবজাতক সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

0
1
সিরাজদিখানে মায়ের বিরুদ্ধে নবজাতক সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৯ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে ২৪ দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা সারথী মন্ডলকে (৩৭) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, মা সারথী পানিতে ফেলে তার নবজাতক সন্তানকে হত্যা করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে মৃত শিশুর নানাবাড়ির পুকুর থেকে মরদেহ পাওয়া যায়।
শিশুর বাবা দিনেশ মন্ডল (৪৪) জানান, ৩ ছেলে-মেয়ের মধ্যে নিহত ছেলে শিশুটি ২৩ দিন আগে জন্ম নেয়। হিন্দু রীতি অনুযায়ী, আজ তার নাম রাখার কথা ছিলো।
নবজাতকসহ ৩ সন্তান নিয়ে স্ত্রী সারথী মন্ডল তার বাবার বাড়ি শুলপুরে বসবাস করছিলেন। আজ ভোররাতে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে দিনেশ মন্ডল ও তার আত্মীয়রা শুলপুরে ছুটে আসেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর তীরে শিশুর ব্যবহৃত কাঁথা দেখতে পেয়ে পুকুরে অনুসন্ধান চালানো হয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে পুকুরে শিশুর নিথর মরদেহ পাওয়া যায়।
পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া আক্তার মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা দিনেশ মন্ডলের অভিযোগ, আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে- ‘বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে’। এরপর আর কিছু বলতে পারেনি।
সিরাজদিখান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো সে মুখ খোলেনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন