সিরাজদিখানে বজ্রপাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত

0
2
সিরাজদিখানে বজ্রপাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত

প্রকাশিত: মঙ্গলবার ১৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি থেকে শাক তুলতে গিয়ে বজ্রপাতে বড় ভাই তারিকুল ইসলাম (১২) নিহত, একই সময় ছোট ভাই শিশু মিনহাজ (৯) আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ও আহত মিনহাজ শেরপুর জেলার শুকরাকান্দী গ্রামের বাসিন্দা আবদুস সালামের ছেলে। তারা বাবা মায়ের সঙ্গে শিয়ালদি গ্রামের আলি হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের পিতা আব্দুস সালাম বলেন, তিনি দুই সন্তান ও স্ত্রী নিয়ে অন্যের জমিতে কৃষি কাজ করেন। তার সঙ্গে তার ছেলেরাও সহযোগিতা করতেন। সন্ধ্যায় ডাটা শাকের আটি বাঁধতে জমিতে গেলে হঠাৎ বজ্রপাতে দুর্ঘটনায় পড়ে তার ছেলেরা।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামশেদ ফরিদী বলেন, শিশু তরিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। অপর শিশু মিনহাজ বজ্রপাতের শব্দে ও আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন