শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় “শারদীয় সুরক্ষা” অ্যাপ চালু
প্রকাশিত: মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিপ্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার [এনটিএমসি]-র উদ্যোগে “শারদীয় সুরক্ষা” নামক ওয়েব ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এনটিএমসি’র নিজস্ব দক্ষ জনবল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অ্যাপটি তৈরি ও ব্যবস্থাপনা করা হচ্ছে।
“শারদীয় সুরক্ষা” অ্যাপ সম্পর্কে অবহিত করতে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ের এনটিএমসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি। এছাড়া এনটিএমসির পরিচালকসহ অন্যান্য অফিসারগন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন|
মত বিনিময় সভার শুরুতে “শারদীয় সুরক্ষা” অ্যাপ সম্পর্কে একটি উপস্থাপনা দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা জানান, “শারদীয় সুরক্ষা” অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে সংঘটিত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা (যেমন প্রতিমা ভাংচুর, পূজা মণ্ডপে প্রবেশে বাধা প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্য বা গুজব) তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা সম্ভব। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক দায়িত্বে থাকা বাংলাদেশ আনসারের সদস্যরা অ্যাপের মাধ্যমে ঘটনাসমূহ অবহিত করলে সংশ্লিষ্ট থানা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিগণ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।
তিনি আরো জানান, অ্যাপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, কোস্ট গার্ড, বর্ডার গার্ড, র্যাব, ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে কাজ করছে। এছাড়া উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে প্রায় ১০০০ কর্মকর্তা পর্যক্ষেবক হিসেবে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
উল্লেখ্য, এনটিএমসি ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত “শারদীয় সুরক্ষা কো-অর্ডিনেশন সেল” ব্যবহারকারীদের কারিগরি সহায়তা দিচ্ছে। পাশাপাশি এনটিএমসি’র গুজব প্রতিরোধ সেল অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া সকল তথ্যের সত্যতা যাচাই করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৮৪,০০০ জন ব্যক্তি একযোগে অ্যাপের মাধ্যমে কাজ করছেন। এ বছর সারাদেশে মোট ৩১,৫৭৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আনুমানিক ২ লক্ষের বেশি আনসার সদস্য পূজা মন্ডপের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছেন যাদের মধ্যে ৮০০০০ সদস্য এই এপ্লিকেশনে যুক্ত। এছাড়াও বিভিন্ন বাহিনীর প্রায় ২,৫০০ সদস্য রেসপন্ডার হিসেবে যুক্ত থেকে সরাসরি অ্যাপে তথ্য দিচ্ছেন।
আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত হলো “শারদীয় সুরক্ষা” অ্যাপ। এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পূজা মণ্ডপের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করা সম্ভব হচ্ছে।
এনটিএমসি আশা করছে, এই অ্যাপ শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপন নিশ্চিত করবে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com