লৌহজংয়ে ডহুরী-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স

0
1
লৌহজংয়ে ডহুরী-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স

প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৮ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৭ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরী-তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বল্কহেড চলাচল নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল ইমরান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান, কোস্টগার্ড কর্মকর্তা (মাওয়া অফিস) আ. আউয়াল, সাব ইন্সপেক্টর মো. মামুন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাবরিনা আবেদীন (খিদিরপাড়া), মোহাম্মদ শামসুদ্দীন (গাঁওদিয়া), প্রশান্ত কুমার দত্ত (কলমা), গাঁওদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. টিটু সিকদার, কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মমিন উদ্দিন হিরন, ডহড়ী ৬নং ওয়ার্ড সদস্য মো. হামিদ চাকলাদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় জনপ্রতিনিধিরা প্রস্তাব দেন—এলাকাবাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পালাক্রমে পাহারা দিয়ে খালের লৌহজং অংশে বালুবাহী বলগেটের চলাচল বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, এই খাল দিয়ে বলগেট চলাচলের সময় সৃষ্ট অতিরিক্ত ঢেউয়ে খালের দুই পাড় ভেঙে আশপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতে একাধিকবার চলাচল বন্ধ হলেও কিছুদিন পর পুনরায় শুরু হয়।
ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, “অবৈধ বালুবাহী ট্রলার বা বাল্কহেড চলাচল রোধে উপজেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্সে থাকবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন