মুন্সীগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

0
1
মুন্সীগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রকাশিত: সোমবার , ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ১৩ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুরর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বিকাশে নিরাপদ, স্নেহময় ও সহানুভূতিপূর্ণ পরিবেশ গড়ে তোলা জরুরি। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং অধিকার সংরক্ষণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন