প্রকাশিত: সোমবার , ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ১৩ রবিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুরর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বিকাশে নিরাপদ, স্নেহময় ও সহানুভূতিপূর্ণ পরিবেশ গড়ে তোলা জরুরি। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং অধিকার সংরক্ষণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































