প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৯ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :মুন্সিগঞ্জ জেলা শহরে মেডিকেল কলেজ নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে। ভবন নির্মাণ সংক্রান্ত একটি ফাইল ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে একটি ভিজিটর টিম জায়গা পরিদর্শনের জন্য আশার কথা রয়েছে।
এর আগে, চলতি বছরের ৭ এপ্রিল ‘মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা’ শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাদের এখানে মোটামুটি একটা ডিসিশন হইছে; খুব তাড়াতাড়ি এখানে যাতে একটা মেডিকেল কলেজ করা যায়। হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি।’
উপদেষ্টার সেই আশ্বাসের ৩ মাস পেরোলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে, আশার খবর হচ্ছে- মুন্সিগঞ্জ জেলা সদরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ কিছুটা অগ্রগতি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন আরও বলেছিলেন, ‘মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে। কিন্তু কিছু কিছু কাজ এখনো হয়নি। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।’
মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজের কাজ শেষ করে এরপরে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।’
মুন্সিগঞ্জের যোগাযোগব্যবস্থা উন্নয়নের ব্যাপারেও সেদিন আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছিলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।
মেডিকেল কলেজ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবাইদুল্লাহ জানিয়েছেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল কলেজের ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তাদের পক্ষ থেকে চলতি সপ্তাহে একটি টিম মুন্সিগঞ্জে আসার কথা রয়েছে। এরপরে হয়তো পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সবকিছু মিলিয়ে আরও কত মাস লাগতে পারে এমন প্রশ্নের উত্তর তিনি জানাতে পারেননি।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এছাড়া পুরাতন কাচারি এলাকাতেও হবে একটি বহুতল ভবন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com