প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩১ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২০ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :বি,এন,পি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম দিন মুন্সীগঞ্জ জেলা ও শহর ছাত্রদল নেতা-কর্মীরা ব্যাতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে পালন করেছে।এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ৯টায় ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অভ্যন্তরে এবং বহি:ভাগে পরিস্কার-পরিচ্ছনতা অভিযান শুরু করে।সকাল থেকে জুমার আগ পর্যন্ত চলমান এ কর্মসূচিতে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতাল এলাকা সৌন্দর্য বর্ধনে বিভিন্ন গাছ এবং স্থাপনা বর্নিল রং করা হয়।জেলা বি,এন,পি’র সদস্য সচিব মো: মহিউদ্দিন আনুষ্ঠানিরকভাবে এ কার্য্যক্রম উদ্বোধন করেন এবং ছাত্রদলের এ মহতি উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় অন্যানের মধ্যে শহর বি,এন,পি সদস্য সচিব এডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা বি,এন,পি সদস্য মীর মো: শািরফ,শাহাদৎ সরকার,বি,এনপি নেতা বাদশা শিকদার,জামাল গাজী,কাইয়ুম মৃধা,জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম,সদস্য সচিব সাজ্জাদ হোসেন, ছাত্রদল নেতা ডা: সায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পওে বি,এন,পি সদস্য সচিব মো:মহিউদ্দিন হাসপাতালের কর্তব্যরত: চিকিৎসক ও রোগীদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্য সেবা বৃদ্বির উপায় ও সমস্যা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com