বিক্রমপুরের আলোকিত মানুষ সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহ এর স্ত্রী ফুলওয়ারা বেগম

0
0
বিক্রমপুরের আলোকিত মানুষ সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহ এর স্ত্রী ফুলওয়ারা বেগম

প্রকাশিত: শুক্রবার , ০৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ১০ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : “ফুলওয়ারা বেগম” বলতে বাংলাদেশের ইতিহাসে প্রাচীন বাংলার সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহ এর স্ত্রী ও সুলতান সিকান্দার শাহ এর মা কে বোঝায়, যিনি বিক্রমপুরের বজ্রযোগিনীর একজন হিন্দু বিধবা ব্রাহ্মণ ছিলেন এবং তার নাম ছিল পুষ্পবতী ভট্টাচার্য। ইসলাম গ্রহণের পর তার নাম হয় ফুলওয়ারা বেগম এবং ইলিয়াস শাহ এই নামেই তাকে ডাকতেন।

এখানে আরও কিছু তথ্য রয়েছে:
পরিচয়:
সুলতানা ফুলওয়ারা বেগম ছিলেন প্রাচীন বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের স্ত্রী এবং তার সুযোগ্য পুত্র সুলতান সিকান্দার শাহের জননী।
নামের উৎস:
তিনি ছিলেন বিক্রমপুরের বজ্রযোগিনীর একজন হিন্দু ব্রাহ্মণ বিধবা, যার পূর্বের নাম ছিল পুষ্পবতী ভট্টাচার্য। ইসলাম গ্রহণের পর ইলিয়াস শাহ তাকে ফুলওয়ারা বেগম নামে ভূষিত করেন।
বাংলা ভাষা:
ফুলওয়ারা বেগম থেকেই ইলিয়াস শাহ বাংলা ভাষা শিখেছিলেন এবং তাকে বাংলা শেখানোর পর তিনি তাকে ‘ফুলমতি’ নামে ডাকতেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে ইলিয়াস শাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ (১৩০৫–১৩৫৮) 
বাংলা সালতানাত এর সুলতান 
তিনি নেপাল এর রাজা “কামেশ্বর ঠাকুর কে পরাজিত করেন
নেপালের রাজা, জয়রাজ দেব কে পরাজিত করেন.
উড়িস্যার রাজা “ভানুদেব” কে পরাজিত করেন.
তিনি আসাম এর কামরুপ রাজ্যকে পরাজিত করে, গুয়াহাটি দখল করেন.
দিল্লির সুলতান, “ফিরোজ শাহ তুঘলক” কে পরাজিত করেন.
তিনি, উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত, নেপাল, আসাম, আরাকান ও উড়িষ্যা,
“বাংলা সালতানাত” এর অধীনে নিয়ে আসেন.
বাংলার সুলতান ইলিয়াস শাহ কে,
“দ্বিতীয় আলেকজান্ডার” হিসেবে আখ্যায়িত করা হয়।
শামসুদ্দীন ইলিয়াস শাহ,
তার রাজত্বকালেই বাঙালিরা একটি জাতি হিসেবে আত্নপ্রকাশ করে।
তিনি ছিলেন, “বাংলা সালতানাত” এর ‘সুলতান’
এ সময় হতেই বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালী বলে পরিচিত হয়,
বাংলার বাইরের দেশগুলোও তাদের কে বাঙালী বলে অভিহিত করে।
ইলিয়াস শাহ ‘শাহ ই বাঙ্গালাহ’ ও ‘শাহ ই বাঙ্গালী’উপাধি গ্রহণ করে বাঙালীদের জাতীয়নেতা হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন।
এ কারণে তাকে মধ্যযুগে বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা হিসেবে অভিহিত করা হয়.
মুসলিম সুফিসাধকদের প্রতি অগাধ ভক্তি-শ্রদ্ধা ছিল ইলিয়াস শাহের
ছবি- সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহ এর স্ত্রী ফুলওয়ারা বেগম এর কোথাও খুঁজে ছবি পাওয়া যায় নাই। 
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন