বাইডেনের ভাষণ লিখেছেন ভারতীয় বংশোদ্ভুত বিনয় রেড্ডি

0
14
বাইডেনের ভাষণ লিখেছেন ভারতীয় বংশোদ্ভুত বিনয় রেড্ডি

প্রকাশিত: বৃহস্পতিবার,২১ জানুয়ারি ২০২১ইং।। ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৫ই জমাদিউ্স-সানি,১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়লাভের পর থেকেই একের পর এক ভারতীয় বংশোদ্ভুতের নাম উঠে আসছে খবরের শিরোনামে। কারও নাম আসছে তাঁর মন্ত্রিসভায়, কারও বা তাঁর উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। বিনয় রেড্ডি।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম যে সরকারি ভাষণটি দেদিয়েছেন সেটি বিনয়ের লেখা।
এর আগে মার্কিন কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর দেওয়া ভাষণ লেখার সুযোগ পাননি আর কোনও ভারতীয় বংশোদ্ভূত। সেই নিরিখে ইতিহাস গড়বেন বিনয়।
২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের দ্বিতীয় বারের মেয়াদে তাঁর মুখ্য ভাষণ লেখকের দায়িত্ব পালন করেছিলেন বিনয়ই।
বাইডেনের ঘনিষ্ঠ মহলের খবর, গত নভেম্বরে নির্বাচনের ফলাফলে এগিয়ে যাওয়ার পর থেকেই শপথগ্রহণের পর দেওয়া তাঁর প্রথম সরকারি ভাষণের খসড়া তৈরি করার প্রস্তুতি নিতে শুরু করেন। আর সেই দায়িত্ব দেওয়া হয় বিনয়কেই। বলে দেওয়া হয়, সেই ভাযণের সুরে যেন থাকে যুক্তরাষ্ট্রকে এক সূত্রে গাঁথার প্রয়াস। সেখানে যেন গুরুত্ব পায় আশাবাদ, কল্যাণমুখী চিন্তাভাবনা।

 

নিউজটি শেয়ার করুন .. ..            

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন