টঙ্গিবাড়ীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত

0
3
টঙ্গিবাড়ীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশিত: বৃহস্পতিবার ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৮ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : টংগিবাড়ী প্রতিনিধি : টংগিবাড়ী উপজেলায় পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর প্রাণ গেছে। এসময় আহত হন আরও ৩জন।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবির দেওয়ান (১৪) তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
আহতরা হলেন- একই বাড়ির মো. রতন দেওয়ান (৩৮), আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা (৪০)। তাদেরকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে নিহত ও আহতরা মিলে বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির দেওয়ান (১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিরা আহত হন।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন