প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৪ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬০ শিক্ষার্থী।
এর মধ্যে পাশের হারে সেরা দশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে গজারিয়া পাইলট গার্লস উচ্চ বিদ্যালয়। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৭২ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭.২২%। জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অন্যদিকে, ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠান থেকে ২৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫৪ জন।
পাশের হারে ২য় অবস্থানে রয়েছে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৯৬.৩০% , জিপিএ-৫ পেয়েছে ১ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
৩য় গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ১২৮ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ১২৩ জন। পাসের হার- ৯৬.০৩%, জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
চতুর্থ অবস্থানে রায়পাড়া উচ্চ বিদ্যালয়। ৫৫ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৪৮ জন। পাসের হার- ৮৭.২৭%, জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
৫ম হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়। ৪৯ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৪১ জন। পাসের হার- ৮৫.৪২%, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
ষষ্ঠ অবস্থানে বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ। ১২২ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৯৯ জন। পাসের হার- ৮১.১৫%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
সপ্তম অবস্থানে পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়। ১৪৭ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ১১১ জন। পাসের হার- ৭৬.০৩%, জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
অষ্টম অবস্থানে ইসমানীর চর উচ্চ বিদ্যালয়। ১৪৮ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ১০৯ জন। পাসের হার- ৭৪.১৫%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
নবম অসডার একাডেমি। ৯৯ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৭০ জন। পাসের হার- ৭০.৭১%, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
দশম অবস্থানে রয়েছে ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়। ৮২ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৫৬ জন। পাসের হার- ৬৮.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































