প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ১৬ রবিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন ভৌগোলিকভাবে সমৃদ্ধ হলেও একটি সেতুর অভাবে আজও উন্নয়ন ও মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে কলমা ইউনিয়নবাসী। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম-সবক্ষেত্রেই এই ইউনিয়নবাসীকে প্রতিনিয়ত পরতে হচ্ছে ভোগান্তিতে।
জানা গেছে, ডহরি-তালতলা খালের ওপর সেতু না থাকায় কলমা ইউনিয়ন লৌহজং উপজেলার মূল সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে উপজেলা পরিষদ, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রশাসনিক সেবা নিতে কলমা ইউনিয়নের বাসিন্দাদের পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার সড়ক ব্যবহার করতে হয়। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ ঘুরে যেতে হয়, যার কারনে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ খেয়া নৌকাই এখন তাদের একমাত্র পারাপারের মাধ্যম। শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই নৌ পথে। বর্ষাকালে খালের স্রোত বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে প্রবল। ঝড়-তুফানের সময় নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। তাছাড়া পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলা ঘুরে যে সড়কটি এখন ব্যাবহার করা হয় তাও অনেকটা সরু পথ। যা দিয়ে কোন বড় ট্রাক বা অন্য কোন ধরনের গাড়ি চলাচলের অনুপযোগী। তাই এখান দিয়ে জনসাধারণের কোন মালামাল আনা নেওয়া করতে অনেক ঝামেলা পোহাতে হয়।
শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক এ রহিম বলেন, ডহরি এলাকায় সেতু না থাকায় কলমা ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের তুলনায় পুরোপুরি পিছিয়ে পড়েছে। একটি সেতু হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেকটা সহজলভ্য হবে বলে আশা করা যায়।
বড়মোকাম বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, খেয়া নৌকা রাত ১০টার পর বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে হলে আমাদের ৮/১০ কিলোমিটার ঘুরে বাড়ি যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে যায়। তার সাথে রাত হয়ে গেলে জানমালেরও ঝুঁকি থাকে।
লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার বলেন, ডহরীতে সেতু হলে শুধু কলমাই নয়, বরং আশপাশের ইউনিয়নের মানুষও উপকৃত হবে। পদ্মা নদীর তীর ধরে সড়ক তৈরি হলে মাওয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ হবে, যা পর্যটনের নতুন দুয়ার খুলে যাবে।
স্থানীয়দের দাবি, উপজেলার অন্যান্য নয়টি ইউনিয়ন উন্নয়নের সুফল পেলেও কলমা ইউনিয়ন এখনো পিছিয়ে আছে শুধুমাত্র একটি সেতুর অভাবে। তাদের প্রত্যাশা-ডহরি এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণ হলে অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে, কলমার অর্থনীতি চাঙা হবে এবং ইউনিয়নটি সমানভাবে উন্নয়নের ধারায় ফিরে আসবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































