আ’লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

0
15
আ'লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত:বুধবার, ৭ এপ্রিল ২০২১ইং।।২৪শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল)।। ২৪শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে মুজিববর্ষের তোরণ পুনঃস্থাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আজিজুল ইসলাম মুজিববর্ষ উপলক্ষে কেয়টখালী ডাক্তার রোডের মাথায় তোরণ নির্মাণ করেন। গত রোববার রাতের ঝড়ে তোরণটি ভেঙে যায়। গতকাল সকালে আজিজুল ইসলামের লোকজন ভেঙে যাওয়া তোরণটি সংস্কার শুরু করে। এ সময় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী মো. জাকির হোসেনের লোকজন বাধা প্রদান করে। খবর পেয়ে আজিজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে জাকির হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তোরণ নির্মাণে বাধা প্রদান করেন। খবর পেয়ে আজিজুল ইসলামের লোকজন ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে জিজ্ঞেস না করে আমার জায়গায় তোরণ নির্মাণ করায় বাধা দিয়েছি। ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, দু’পক্ষকেই তোরণ নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন