৯৮ বছর বয়সী স্নেহময়ী মা, ৮০ বছর বয়সী ছেলের দেখাশোনা করতে বৃদ্ধাশ্রমে গেলেন

0
21
৯৮ বছর বয়সী স্নেহময়ী মা, ৮০ বছর বয়সী ছেলের দেখাশোনা করতে বৃদ্ধাশ্রমে গেলেন

প্রকাশিত: শনিবার, ৩এপ্রিল ২০২১ইং।। ২০শে চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২০ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মা আর ছেলের বন্ধনের মত সেরা বন্ধন পৃথিবীতে আর কিছুই নাই। এই গল্পটা ঠিক সেটারই প্রমাণ! অ্যাডা কেটিং ৯৮ বছর বয়সী এক মা নিজের ৮০ বছর বয়সী ছেলেকে দেখাশোনা করতে লিভারপুলে ছেলের বৃদ্ধাশ্রমে গেলেন এবং সবকিছুই যেন স্বাভাবিক হয়ে উঠলো!

অ্যাডা এবং তার মৃত স্বামী হ্যারির চারটি সন্তান – টম বারবারা মার্গি জ্যানেট। টম একজন পেইণ্টার ছিলেন। ২০১৬ সালে যখন সে ওল্ড হোমে আসেন তখন তার অনেক সেবাযত্নের দরকার ছিলো।ওল্ড হোমে মা ছেলে হয়ে উঠেন অবিচ্ছেদ্য। তারা একসাথে খেলাধুলা করেন এবং টিভি অনুষ্ঠান দেখেন। অ্যাডা বলেন আমি টমকে প্রতিদিন রাতে শুভ রাত্রি জানাই এবং প্রতিদিন সকালে শুভ সকাল বলি।

প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন টম এবং তার মাকে পেয়ে আমরা বেশ খুশি। এটা খুবই বিরল একই ওল্ডহোমে মা আর ছেলের একসাথে থাকা। আমরা তাদের সকল রকম সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছি! সবকিছুর শেষে অ্যাডার একটা কথাই বলবো ”আপনি কখনো মা হওয়া থামাতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন