৫০ বছর বয়সে ছেলে-মেয়ের সঙ্গে সিরাজুল ইসলামের আলিম পাস

0
8
৫০ বছর বয়সে ছেলে-মেয়ের সঙ্গে সিরাজুল ইসলামের আলিম পাস

প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ইং।। ৩০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১০ রজব,১৪৪৩ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আছালং এলাকার মো. সিরাজুল ইসলাম চৌধুরী। পঞ্চাশ বছর বয়সে এবার আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন তিনি। আজ রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে তিনি পেয়েছেন জিপিএ ২ দশমিক ১৪।

পাশাপাশি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছোট মেয়ে মাহমুদা সিরাজ। বড় মেয়ের সন্তান মো. নাজমুল হাসান পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৬৭। আর একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৪ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারে এখন খুশির বন্যা। সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি ১৯৮৭ সালে তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর থেকে বিভিন্ন কারণে লেখাপাড়ায় মনোযোগ দিতে পারেননি। কিন্তু সব সময়ই লেখাপড়ার গুরুত্ব অনুভব করতেন। তাই ৫০ বছর বয়সে এসেও আলিম পরীক্ষায় অংশ নেন।

 (বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন