প্রকাশিত: বুধবার ২৪ নভেম্বর ২০২১ইং।।১০ অগ্রাহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ ১৬ রবিউস সানি ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চেয়ে প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলকারীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করে তারা।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্র, কিন্তু তাদের হাফ পাস লাগে না। কারণ তাদের তথাকথিত বড় ভাইয়েরা বাস মালিকদের কাছ থেকে মাসিক মাসোহারা পান। বাস মালিকরা যদি হাফ পাস চালু করেন তাহলে তাদের চাঁদার পরিমাণ কমে যাবে। আর তাই তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতেও দ্বিধাবোধ করেন না।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নাই। এটি এখন অপরাধী সংগঠন হয়ে গেছে। সাইন্সল্যাবে যারা ছাত্রজনতার ওপরে হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনুন। আপনারা যদি আইনের আওতায় না আনেন তাহলে এদেশের ছাত্রসমাজ বসে থাকবে না। হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি ছাত্রদের অধিকার।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’