হরগঙ্গা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

0
2
হরগঙ্গা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

প্রকাশিত : বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ২৭ শাবান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুন্সীগঞ্জ জেলার অধীন সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ইউনিট ছাত্রদলের কমিটি গঠন করার লক্ষ্যে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জেলার সরকারি হরগঙ্গা কলেজে হয় এই কর্মী সম্মেলন।

সম্মেলনে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি শ্রীনগর কলেজ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ সহ মুন্সীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে হয় এই সম্মেলন।

জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের সঞ্চালনায় সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাহজাহান শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন ও রাকিবুল ইসলাম আকাশ।

উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, হরগঙ্গা কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক। জেলা ছাত্রদল নেতা মো. রাজন সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন