প্রকাশিত: বুধবার, ৭ জুলাই ২০২১ইং।। ২৩শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : বিক্রমপুর স্যার জে.সি. বোস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব পোষন করেছেন বলে গতকাল মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, মাহী বি. চৌধুরী স্বীকার করেছেন।
তিনি গতকাল তার বারিধারার রাজনৈতিক কার্যালয়ে, বিক্রমপুর স্যার জে.সি. বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতকালে বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যে মধ্যে স্যার জে.সি. বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রধান উপদেষ্টা হয়েছেন; মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, মোহাম্মদ মহিউদ্দিন ও প্রাথমিকভাবে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২২ মাননীয় সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ফজিলাতুন নেসা ইন্দিরা, স্থানীয় সংসদ হিসেবে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের মাননীয় সংসদ সদস্য. মাহী বি. চৌধুরী, মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি, মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মৃনাল কান্তি দাস এবং সংরক্ষিত মহিলা আসনের-০৩ মাননীয় সংসদ সদস্য, শবনম জাহান শিলা। গতকালের সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন স্যার জে.সি. বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল; সদস্য-সচিব, উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মৃধা; লেখক ও পরিবেশ কর্মী, আবদুর রশীদ খান; রাড়িখাল স্যার জে.সি. বোস কলেজের ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী, খোরশেদ আলম চৌধুরি এবং সিনিয়র সহকারী অধ্যাপক ও শিক্ষানুরাগী হামিদুল ইসলাম হামিদ প্রমুখ।
এ বিষয়ে বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল বলেন, বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইতিবাচক মনোভাব বিক্রমপুরের জনগনের জন্য এক মাইলফলক হয়ে থাকবে।”
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com