স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের উদ্যোগে জগদীশচন্দ্র বসুর ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত

0
9
স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের উদ্যোগে জগদীশচন্দ্র বসুর ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রকাশিত:মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ইং।।১৬ অগ্রাহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ ।।২২ রবিউস সানি  ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁরই পৈতৃক বাড়িতে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের উদ্যোগে অবলা বসু মিলনায়তনে ” অতিক্ষুদ্র তরঙ্গ ও গাছেরও প্রাণ আছে” বিষয়ে সেমিনার। অনুষ্ঠান উদ্বোধন করেন বিজ্ঞানী ড. নজরুল ইসলাম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

প্রধান অতিথি ছিলেন শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন সফিক ইসলাম, বিজ্ঞান লেখক ও সহযোগী অধ্যাপক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ। অনুষ্ঠানে অনেক গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞানীর জন্মদিনে এমন মহতি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ স্যার এবং আমার প্রাক্তন সহকর্মীদের প্রতি। অনুষ্ঠান সঞ্চালন করেন মুক্ত চিন্তার লেখক ব্যাংকার মুজিব রহমান।

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com                                

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন