প্রকাশিত। মঙ্গলবার ১১ জুন ২০১৯।২৮জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ।৭ সাওয়াল ১৪৪০ হিজরি।
বিক্রমপুর খবর:শ্রীনগর প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতন সইতে না পেরে নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যাচেষ্টাকারী অগ্নিদগ্ধ সেই গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম জিয়াসমিন বেগম(৩৮)।চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর আজ সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।
জানা যায়, গত শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূ স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।শুক্রবার দুপুরে উপজেলার সেলামতি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের সিরাজুল ইসলাম বিভিন্ন অজুহাতে প্রায় সময় তার স্ত্রী জিয়াসমিনকে (৩৮)নির্যাতন করত।
গত শুক্রবার সকালে একই কায়দায় নির্যাতন করাতে দুপুরে গৃহবধূ জিয়াসমিন নিজ গায়ে কেরোসিন ঢেলে অগুন লাগিয়ে দেয়। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানান, ঘটনার পর থেকে জিয়াসমিনের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে জিয়াসমিনের বড় ভাই মো. সিরাজুল ইসলাম আরিফ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় মামলা করেন।
শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)মো.আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
জিয়াসমিন কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামের মৃত আ. আজিজ চৌধুরীর মেয়ে। প্রায় ২৩ বছর পূর্বে সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
তাদের সংসারে প্রতিবন্ধী ১ মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী ১ ছেলে রয়েছে।