স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজেয় শ্যাম আর নেই

0
2
স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজেয় শ্যাম আর নেই

প্রকাশিত : শুক্রবার  ১৮ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১৪ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মুডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এ খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রুপা মঞ্জুরী শ্যাম।

এ সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতিই হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়। শরীরের অভ্যন্তরে ইনফেকশন হওয়ায় যা রক্তে ছড়িয়ে পড়েছিল। ডায়াবেটিসও ছিল নিয়ন্ত্রণের বাইরে। আবার কিডনিসংক্রান্ত সমস্যাও ছিল।

সুজেয় শ্যামের সুর করা গানের মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘শোন রে তোরা শোন’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ অন্যতম।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুরকার এই সুজেয় শ্যাম। তিনি গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীতও পরিচালনা করেছিলেন।

প্রসঙ্গত, সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে শিল্পকলা পদকে ভূষিত করা হয় সুজেয় শ্যামকে।

১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সুজেয় শ্যাম। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন ‘ইন্দ্রেশর-টি’ নামের একটি চা–বাগানের মালিক। সিলেটের চা বাগানেই শৈশব কেটেছে তার। পরিবারে দশ ভাই-বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন এ সংগীতশিল্পী।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন