প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ইং।। ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।।২ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে সকালে বকশিবাজার আলীয়া মাদরাসা মাঠে হয়েছে তার প্রথম জানাজা। এরপর বিকেলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ১৬ মার্চ তার করোনা শনাক্ত হয়। ওইদিনই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। পহেলা এপ্রিল করোনার নেগেটিভ আসলেও শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। বুধবার বিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু ১৩ মার্চ সুপ্রিমিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’