প্রকাশিত:বৃহস্পতিবার,৫জানুয়ারি ২০২৩।।২১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ (শীতকাল)।।১০ জমাদিউস সানি, ১৪৪৪ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উদ্ধার হওয়া বিরল প্রজাতির নীলগাইটি বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে পার্ক কর্তৃপক্ষের কাছে প্রাণীটি হস্তান্তর করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, গাজীপুরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী ও বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মন্ডল প্রমুখ।
গত ২৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে বিরল প্রজাতির নীলগাইটিকে উদ্ধার করে বিজিবি ও এলাকাবাসী।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: