প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ইং ।। ৩রা ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে সেন্টু খান (৪০)নামে এক সৌদী প্রবাসী প্রাইভেটকার চাপায় নিহত হয়েছে । নিহত সেন্টু উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত কোব্বাত খানের ছেলে ।
নিহত সেন্টু খানের মামা আলিম খান জানান,দুপুরে ১২ টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার সেন্টুকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায় । স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায় । সেন্টু মাস খানেক আগে ছুটিতে সৌদী থেকে দেশে এসেছে । সে ১ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক ।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো.আ:বাসেদ জানান,দুর্ঘটনা হয়েছে এবং আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে আমি এইটুকুই জানি এর বেশী কিছু জানি না ।
নিউজটি শেয়ার করুন .. ..