প্রকাশিত:সোমবার,১৪ জানুয়ারি ২০১৯::বিক্রমপুর খবর::
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাকে স্মৃতিময় করে রাখার জন্য “ক্লিক অ্যান্ড উইন” নামে একটি স্থির চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সিরাজদিখান উপজেলার নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম এ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন।প্রতিযোগিতার বিষয় হচ্ছে স্থির চিত্রে সিরাজদিখান।
গত সোমবার৭জানুয়ারি বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা করা হয়েছে।এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রিনাত ফৌজিয়া,উপজেলা সহকারি প্রোগ্রামার শারমিন আক্তার,বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুল হক হাওলাদার,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন,সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাছির উদ্দিন,রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ,ভবাণীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন প্রমুখ ।
সাংবাদিক,শিক্ষার্থী,ইউডিসি উদ্দ্যেক্তা,সুশীল সমাজকে প্রতিযোগিতায় অংশ গ্রহনের উদ্ভুদ্ধকরণের জন্য এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।সিরাজদিখানের ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষনের উদ্দেশ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার উদ্দ্যেক্তা।
তিনি আরও বলেন,তরুন সমাজ যাতে সামাজিক অবক্ষয় ও মাদকমুক্ত হয়ে গড়ে উঠার প্রত্যাশায় এ অয়োজন। তাই সকলের নিকট নান্দনিক ছবি আহবান করা হচ্ছে।