সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের টুকরার আঘাতে শিশুর মৃত্যু

0
19
সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের টুকরার আঘাতে শিশুর মৃত্যু

প্রকাশিত:রবিবার ২২ আগস্ট ২০২১ইং।। ৭ই ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১২ই মহররম ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে মায়ের দেওয়া খুটার আঘাতে ৮ বছরের শিশু দোলা আক্তারের মৃত্যু হয়েছে।

রোববার ২২ আগষ্ট দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান ফুরসাইল গ্রামের দুলাল শেখের (৮) বছরের মেয়ে দোলা আক্তার পুকুরে গোসল করতে নামলে মা রুপা আক্তার পুকুর থেকে উঠতে বললে পুকুর থেকে দোলা আক্তার উঠলে না চাইলে।  মা রুপা আক্তার উত্তেজিত হয়ে লোহাকাটের খুটা দিয়ে পানির মধ্যে আঘাত করলে খুটা গিয়ে মাথায় লাগলে দোলা আক্তার রক্তাক্ত গুরুতর জখম হয়।
পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান  অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকে নিহত শিশু দোলা আক্তারে মা রুপা আক্তার পলাতক রয়েছে।
এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আজগার হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।        

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন