প্রকাশিত : বুধবার,২৪ জুন ২০২০ ইং ।। ১০ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে প্রতিবেশির লাঠির আঘাতে ছাত্রলীগ নেতার মাথা ফেটে ১১টি সেলাই দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আজ সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে ।
থানার- অভিযোগ সূত্রে যানাযায়, উপজেলা ছাত্রলীগের ওই নেতার নাম লিপু চৌধুরীর। তারা চৌধুরী নামের প্রতিবেশী তার মাথা ফাটিয়েছেন ।
ছাত্রলীগের ওই নেতার স্ত্রী লিজা চৌধুরীর সাথে তার শাশুরির তর্ক বিতর্ক হলে , প্রতিবেশী মমতাজ বেগম এগিয়ে এলে তার সাথে কথা কাটাকাটি হয় নেতার স্ত্রী র।
এ সময় মমতাজ বেগম অকথ্য ভাষা ব্যবহার করলে- ছাত্রলীগ নেতা লিপু চৌধুরী সেখানে উপস্থিত হয়। অন্য থায় তারা চৌধুরী নামের ওই প্রতিবেশি (মমতাজ বেগমের স্বামী) উপস্থিত হয়ে আতঙ্কিত ভাবে ছাত্রলীগ নেতার মাথায় আঘাত করে মাথা ফাটিয়েদেয় । এবিষয়ে ছাত্রলীগ নেতা লিপু বলেন, আমার সাথে তারা চৌধুরীর কোন শত্রুতা নেই আমার স্ত্রীর সাথে মমতাজ বেগমের কথা কাটাকাটি চলছিল পেছন থেকে তারা চৌধুরী এসে আমার মাথায় অনেক গুলো বারি দেয় তখন এলাকাবাসী আমাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। এবিষয়ে তারা চৌধুরী বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম তবে কে মাথা ফাটিয়েছে আমি তা দেখি নাই। এবিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
০১৭১১১৪৪৪২১
তারিখঃ ২২-০৬-২০২০
নিউজটি শেয়ার করুন ..