প্রকাশিত: সোমবার,২৪ মে ২০২১ইং।। ১০ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর: মোঃ তুষার আহম্মেদ, সিরাজদিখান : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি “পুলিশই জনতা,জনতাই পুলিশ” এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ ও চরাঅঞ্চলের কয়েক গ্রামে বিবাদমান টেঁটা যুদ্ধ নিরসনে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজদিখান থানার পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৩মে বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে ৭নং বিট পুলিশিং এর আয়োজনে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এলাকার সর্ব সাধারনের সাথে এই শান্তি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন তার বক্তব্যে বলেন ফেরাউনের অনেক ক্ষমতা ছিল সেও টিকতে পারে নাই ধ্বংস হয়ে গেছে। এখনো সময় আছে আপনিও টেঁটা বল্লোন ছেড়ে ঠিক হয়ে যান তা নাহলে আপনার পরিনতি ফেরাউনের মতই হবে।
এ-সময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম,প্রবি শিহাব করিম,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল সালাম সরকার, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুবকর সিদ্দিক, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আমিনউদ্দিন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, উপজেলা বিকল্প যুবধারা আহ্বায়ক মো: কবির হোসেন। আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম ও স্থানীয় বিভিন্ন শ্রেণী
পেশার এলাকার নারী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সর্ব সাধারণ।