সিরাজদিখানে ডোবা থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
0
সিরাজদিখানে ডোবা থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশিত : বুধবার ১৬ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১২ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম রেখা রাণী রায় (৬৫)। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মৃত গৌরাঙ্গ রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রেখা রাণী রায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে আজ সকাল ৮টার দিকে রেখা রাণীর ছেলে প্রদিপ রায় উত্তর চাইনপাড়া গ্রামের বাসিন্দা আবুল তালুকদার ফসলি জমির পাশের ডোবা মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পানিতে ভাসতে দেখে। পরে প্রদিপ রায় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

রেখা রাণীর বড় ছেলে মিন্টু রায় বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে আমার মা নিখোঁজ হয়। রাতে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। সকালে শুনতে পাই মায়ের মরদেহ ডোবায় ভাসতেছে।’

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার বোনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির একটি ছোট ছেলে (৮) ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফেরেনি। রাতেই তার ছেলে-মেয়েরা খোঁজাখুঁজি করে। সকালেও তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখা যায়। খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন