প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখানে কালারায়ের চর পল্লী উন্নয়ন সংগঠনের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার দুপুরে সংগঠন থেকে চাল ,ডাল ,সাবান তুলে দেওয়া হয । সংগঠরের নির্বাহী পরিচালক রত্না হাওলাদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইন চায মো.ফরিদ উদ্দিন ।