প্রকাশিত : রোববার,৩১মে ২০২০ ইং ।। ১৭ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : নাছির উদ্দিন,সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত ফুলচান শেখ নামের এক রোগীর মৃত্যু হয়েছে।গত শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের রায়ের বাগ গ্রামের মন্নাফ শেখের ছেলে। ঐদিন বিকাল সাড়ে ৫টার দিকে বয়রাগাদী করস্থানে তাকে দাফন করা হয়। গত ১২ দিন আগে তার করোনা শনাক্ত হয়, বাড়িতে চিকিৎসা নিলে অবনতি ঘটলে ঈদের পরদিন মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেরে পাঠানো হয়।২৯মে দুপুরে সে মারা যায়।
ফুলচানের জানাযা ও দাফন কালে তার বাবা ও ভাই কেউ আসেনি। উপজেলা থেকে ইসলামী ফাউন্ডেশনের স্বোচ্ছাসেবক টিম আসার কথা থাকলেও তাদের দেখা যায়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান পাশের মসজিদের ইমাম কে পাঠায় সে জানাযার নামাজ পড়ান। মাটি দেয় তার ৩ ভাগিনা ও এক সাংবাদিকের সহযোগিতায়।
পরে সিরাজদিখান থানা এস আই দিলিপ সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলচানের বাড়ি ও আশ পাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে। #
নিউজটি শেয়ার করুন .. ..