সিংহের হাটি ও নাগেরহাট গ্রামের বন্যাকবলিত পরিবারের আশ্রয়ের স্থান দেখতে রাতে উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেন

0
45
সিংহের হাটি ও নাগেরহাট গ্রামের বন্যাকবলিত পরিবারের আশ্রয়ের স্থান দেখতে রাতে উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেন

প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ইং ।। ৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার, লৌহজং : গত রাত ৯ টায় লৌহজং উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান কনকসার ইউনিয়নে সিংহের হাটি ও নাগেরহাট গ্রামের  বন্যাকবলিত ব্যক্তিদের আশ্রয়ের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা মুঃ রাসেদুজ্জামান,লৌহজং উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোছা:সাজেদা সরকার,লৌহজং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (পিআইও অফিস) মো: জয়েন আলী, লৌহজং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম,এবং কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সাম্প্রতিক পদ্মা নদীর পানি বিপদ সীমার ৭২ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লৌহজং উপজেলায় অতিবৃষ্টি ও উজানের অতিরিক্ত পানি প্রবাহের কারণে পদ্মা নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় অত্র উপজেলার ৯ টি ইউনিয়নের (বৌলতলী ইউনিয়ন বাদে) ৪৬ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..      

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন